সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেফতার ঝাড়খণ্ডের ২ কোচিং সেন্টার কর্তা

শুক্রবার থেকে সিবিএসই প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত থাকার অভি‌যোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দশম ও একাদশ শ্রেণির ছাত্রও রয়েছে

Updated By: Mar 31, 2018, 06:36 PM IST
সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেফতার ঝাড়খণ্ডের ২ কোচিং সেন্টার কর্তা

নিজস্ব প্রতিবেদন: সিবিএসই প্রশ্ন ফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের ২টি কোচিং সেন্টারের ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিস। একইসঙ্গে ৪ ছাত্রকেও গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার থেকে সিবিএসই প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত থাকার অভি‌যোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দশম ও একাদশ শ্রেণির ছাত্রও রয়েছে। ঝাড়খণ্ডের ছাতনায় নবোদয় বিদ্যালয় থেকে ওই একাদশ শ্রেণির ছাত্রকে গ্রেফতার করা হয়। পাটনা থেকেও ২ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-"যা হয়েছে দুর্ভাগ্যজনক", আসানসোল-রানিগঞ্জ ঘুরে বললেন রাজ্যপাল

প্রসঙ্গত সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও একাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয় ‌যায়। এনিয়ে বৃহস্পতিবার প্রবল বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তবে এখন ইতিমধ্যেই একটি গুজব উঠতে শুরু করেছে, হিন্দির প্রশ্নও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। প্রশ্ন ফাঁস হওয়ায় বাধ্য হয়েই অঙ্ক ও অর্থনীতির পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই।

 

.