লালকেল্লার কাছে দিল্লি পুলিসের জালে ২ আইএস জঙ্গি
বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিস। লালকেল্লার কাছে পুলিসের জালে দুই কাশ্মীরি জঙ্গি।
নিজস্ব প্রতিবেদন: বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিস। লালকেল্লার কাছে পুলিসের জালে দুই কাশ্মীরি জঙ্গি।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই দুই কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিসের স্পেশাল সেল।
Delhi: Parvez and Jamshed, two terrorists of ISJK who were arrested by Special Cell of Delhi Police last night near Red Fort. They were going to Kashmir and were found in possession of weapons. They have been taken under 5-day police remand by Special Cell of Delhi Police. pic.twitter.com/UQFzZpWn5W
— ANI (@ANI) September 7, 2018
দিল্লি পুলিস সূত্রে খবর, বেশকিছুদিন ধরে কাশ্মীর থেকে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল ওই দুই জঙ্গি। এরা দুজন অইএস এর কাশ্মীর শাখার সদস্য বলে মনে করছে পুলিস। বেশকিছুদিন ধরেই এদের সন্ধানে ছিল পুলিস।
পুলিস সূত্রে জানা যাচ্ছে, দুইজনই কাশ্মীরের সোপিয়ানের একই গ্রামের বাসিন্দা। জানা যাচ্ছে এদের নাম পারভেজ রশিদ ও জামশেদ জহুর। দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। এদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ আনা হচ্ছে। দিল্লিতে কোনও নাশকতার ছক এদের ছিল না তবে রাজধানীকে এরা ট্রানজিট পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করছিল বলে মনে করছে পুলিস। দিল্লি যাওয়ার পথে এদের গ্রেফতার করা হয়।
Delhi was not a part of their plan, they were just in transit here. They told us that the leader of the outfit (ISJK) is Umar Ibn Nazir and the number 2 leader is Adil Thokar. They were following the orders of Adil Thokar: DCP (Special Cell) on two terrorists arrested in Delhi pic.twitter.com/lgMWAu7eS1
— ANI (@ANI) September 7, 2018
We arrested Parvez and Jamshed. They are members of an outfit called ISJK. Brother of Parvez was gunned down in an encounter with security forces in January, he was initially a member of Hizbul Mujahideen & later joined ISJK: DCP (Special Cell) on two terrorists arrested in Delhi pic.twitter.com/bHrLrqLe96
— ANI (@ANI) September 7, 2018
দিল্লি পুলিসের স্পেশাল সেলের প্রধান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লালকেল্লার কাছে জামা মসজিদ বাসস্টপের কাছে এদের গ্রেফতার করা হয়। ওই দুই কাশ্মীরি যুবকের কাছ থেকে ২টি পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃত পারভেজের ভাই জানুয়ারি মাসে পুলিসের এনকাউন্টারে নিহত হয়। তারপরেই জঙ্গি দলে নাম লেখায় পারভেজ। প্রথমে হিজবুল মুজাহিদিন ও পরে সে যোগ দেয় আইএস এর কাশ্মীর শাখায়। জেরায় ওই দুই জঙ্গি জানিয়েছে তাদের নেতা ইবনে নাজির।