নিডো হত্যাকাণ্ডের প্রতিবাদের মাঝেই রাজধানীতে আক্রান্ত উত্তর-পূর্বের দুই ছাত্র

দিল্লিতে কমছে না উত্তরপূর্বের ছাত্রছাত্রীদের প্রতি ঘৃণা বিদ্বেষ। নিডো হত্যাকাণ্ডের দু সপ্তাহের মধ্যেই দিল্লিতে আক্রান্ত হলেন উত্তর-পূর্বের দুই ছাত্র। গতকাল রাতে মণিপুরের দুই ছাত্রকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এদিকে আজই দিল্লি হাইকোর্টে জমা পড়ল নিডো তানিয়ামের ময়নাতদন্ত রিপোর্ট। রিপোর্ট বলছে, মাথায় আর মুখে আঘাত লেগেই মৃত্যু হয়েছে অরুণাচলপ্রদেশের ওই ছাত্রের।

Updated By: Feb 10, 2014, 10:39 PM IST

দিল্লিতে কমছে না উত্তরপূর্বের ছাত্রছাত্রীদের প্রতি ঘৃণা বিদ্বেষ। নিডো হত্যাকাণ্ডের দু সপ্তাহের মধ্যেই দিল্লিতে আক্রান্ত হলেন উত্তর-পূর্বের দুই ছাত্র। গতকাল রাতে মণিপুরের দুই ছাত্রকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এদিকে আজই দিল্লি হাইকোর্টে জমা পড়ল নিডো তানিয়ামের ময়নাতদন্ত রিপোর্ট। রিপোর্ট বলছে, মাথায় আর মুখে আঘাত লেগেই মৃত্যু হয়েছে অরুণাচলপ্রদেশের ওই ছাত্রের।

ছেলের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিডোর বাবা-মা। নিডো তানিয়াম মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোচ্চার সারা দেশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। এখনও অধরা আরও তিন। কিন্তু ধৃতদের বিরুদ্ধে এতদিন রুজু করা যাচ্ছিল না খুনের মামলা। অপেক্ষা ছিল ময়নাতদন্ত রিপোর্টের। দিল্লি হাইকোর্টে সেটাই জমা পড়ল সোমবার। রিপোর্ট বলছে মাথা আর মুখে ভোঁতা কোনও বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে নিডো তানিয়ামের।

আর এরই মধ্যে রবিবার রাতে আক্রান্ত হলেন উত্তর-পূর্বের দুই ছাত্র। এবারও দিল্লিতেই। দক্ষিণ দিল্লির মদনগিরিতে মণিপুরের দুই ছাত্রকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। আহত এক ছাত্র এইমসে ভর্তি। দুই সপ্তাহে দিল্লিতে তিন তিনটে ঘটনা। নিডো তানিয়ামের মৃত্যু, মণিপুরের এক ছাত্রীকে ধর্ষণ আর তারপর মণিপুরেরই দুই ছাত্রের ওপর হামলা। স্বভাবতই, নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠন।

একের পর এক ঘটনায় উদ্বিগ্ন আদালতও। উত্তর-পূর্বের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। মঙ্গলবারের মধ্যেই তৈরি করতে হবে এই গাইডলাইন।

.