দেশের ২২টি নকল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ UGC-র

সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC দেশের ২২টি নকল বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে। UGC-র পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলির সম্পর্কে জানা গিয়েছে যে, নিজ কায়দায় অ-স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়গুলি UGC-র নিয়ম লঙ্ঘন করেছে।

Updated By: Jul 2, 2016, 06:15 PM IST
দেশের ২২টি নকল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ UGC-র

ওয়েব ডেস্ক: সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC দেশের ২২টি নকল বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে। UGC-র পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলির সম্পর্কে জানা গিয়েছে যে, নিজ কায়দায় অ-স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়গুলি UGC-র নিয়ম লঙ্ঘন করেছে।

নকল এই ২২টি বিশ্ববিদ্যালয় হল-

১) মৈথিলি বিশ্ববিদ্যালয়, দ্বারভাঙ্গা, বিহার।

২) বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী, ইউপি/জগত্‌পুরী, দিল্লি।

৩) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি।

৪) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি।

৫) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি।

৬) এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, এডিআর হাউস, ৮জে, গোপালা টাওয়ার, ২৫ রাজেন্দ্র প্লেস, নয়াদিল্লি-১১০০০৮।

৭) ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়াদিল্লি।

৮) বড়াগাঁভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকাক, বেলগাও, কর্ণাটক।

৯) সেন্ট জনস ইউনিভার্সিটি, কিশোনাত্তম, কেরল।

১০) রাজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর।

১১) ডি.ডি.বি. সংস্কৃত ইউনিভার্সিটি, পুতুর, তামিলনাড়ু।

১২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, ৮০ চৌরঙ্গি রোড, কলকাতা-২০।

১৩) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান রিসার্চ, ৮-এ, ডায়মন্ড হারবার রোড, বিলটেক ইন, সেকেন্ড ফ্লোর, ঠাকুরপুকুর, কলকাতা-৭০০০৬৩।

১৪) মহিলা গ্রাম বিদ্যাপিঠ/বিশ্ববিদ্যালয়, (ওমেনস ইউনিভার্সিটি) প্রয়াগ, এলাহাবাদ।

১৫) গান্ধী হিন্দি বিদ্যাপিঠ, প্রয়াগ, এলাহাবাদ।

১৬) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর।

১৭) নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটটি), আচালতল, আলিগড়।

১৮) উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, কোশিকালান, মথুরা।

১৯) মহারানা প্রতাপ শিক্ষানিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়।

২০) ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, ইনস্টিটিউশনাল এরিয়া, খোড়া, মাকনপুর, নয়ডা ফেস-টু।

২১) গুরুকুল বিশ্ববিদ্যালয় বৃন্দাবন, মথুরা।

২২) নবভারত শিক্ষা পরিষদ অনুপূর্ণা ভবন, প্লট নং. ২৪২, পানি ট্যাঙ্কি রোড, শক্তিনগর, রৌরকেল্লা-৭৬৯০১৪।

 

.