উত্তরাখণ্ডে আটক মানুষদের খোঁজে গুগলের নয়া অ্যাপ্লিকেশন

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল উত্তরখণ্ডের ভয়াবহ বন্যায় আটক নিঁখোজ ব্যক্তিদের খোঁজে নতুন অ্যাপলিকেশন চালু করল। গুগল এই অ্যাপলিকেশনের নাম দিয়েছে ``পার্সন ফাইন্ডার``।

Updated By: Jun 21, 2013, 10:38 AM IST

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল উত্তরখণ্ডের ভয়াবহ বন্যায় আটক নিঁখোজ ব্যক্তিদের খোঁজে নতুন অ্যাপলিকেশন চালু করল। গুগল এই অ্যাপলিকেশনের নাম দিয়েছে ``পার্সন ফাইন্ডার``।
এই অ্যাপলিকেশনের এই দুর্যোগে আটক বন্ধু বা আত্মীয়দের খোঁজ করতে পারবেন কোনও ব্যক্তি।

এখানে লিঙ্কটিতে ক্লিক করলে পৌঁছে যাওয়া যাবে গুগল পার্সন ফাইন্ডারে।

উত্তরখণ্ডে বন্যায় এখনও অন্তত ৫০,০০০ মানুষ। নিখোঁজ ১৩,০০০জন।

.