জিএসটির ধাক্কায় ছুটতে পারে তামাক-গুটখার নেশা

পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু হলে পানমশলা ও গুটখার উপর এক ধাক্কায় ২০৪ শতাংশ সেস জারি হতে চলেছে। পানমশলার ক্ষেত্রে সেস হবে ৬০%। অন্য দিকে তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে সেসের পরিমান ৭১ থেকে ২০৪ শতাংশের মধ্যে থাকবে বলে জানা গেছে। পাইপ এবং সিগারেটের ক্ষেত্রে ধূমপানের মিক্সচারের উপর ২৯০ শতাংশ হারে জারি হবে সেস।

Updated By: May 19, 2017, 09:08 PM IST
জিএসটির ধাক্কায় ছুটতে পারে তামাক-গুটখার নেশা

ওয়েব ডেস্ক: পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু হলে পানমশলা ও গুটখার উপর এক ধাক্কায় ২০৪ শতাংশ সেস জারি হতে চলেছে। পানমশলার ক্ষেত্রে সেস হবে ৬০%। অন্য দিকে তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে সেসের পরিমান ৭১ থেকে ২০৪ শতাংশের মধ্যে থাকবে বলে জানা গেছে। পাইপ এবং সিগারেটের ক্ষেত্রে ধূমপানের মিক্সচারের উপর ২৯০ শতাংশ হারে জারি হবে সেস।

এদিকে, 'পণ্য এবং পরিষেবা কর' থেকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষাকে। এই দুই ক্ষেত্রেই লাগু হবে না কোনও প্রকার 'পণ্য এবং পরিষেবা কর'। এছাড়াও মেট্রো পরিষেবা, লোকাল ট্রেন পরিষেবা, ধর্মীয় যাত্রা, হজ ইত্যাদি ক্ষেত্রেও সরকারকে দিতে হবে না কোনও কর, এমনই ঘোষণা করেছেন রাজস্ব সচিব হাসমুখ আধিয়া। (আরও পড়ুন- চূড়ান্ত হল GST; কমল বেশি, বাড়ল কম!)

.