সার্জিক্যাল স্ট্রাইক ২: দ্ব্যর্থহীন ভাষায় জবাব ভারতের, বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান টিপনিস

ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রচেষ্টাকে কার্যত স্বীকার করে নিয়েছে পাকিস্তান। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটে জানান, সীমান্ত লঙ্ঘন করে মুজফ্ফরবাদ এলাকার নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।

Updated By: Feb 26, 2019, 12:16 PM IST
সার্জিক্যাল স্ট্রাইক ২: দ্ব্যর্থহীন ভাষায় জবাব ভারতের, বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান টিপনিস
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মুখের উপর জবাব দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার হামলাকে এ ভাবেই ব্যাখ্যা করলেন প্রাক্তন বায়ুসেনার প্রধান, এয়ার চিফ মার্শাল যশবন্ত টিপনিস। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দারুণ জবাব দিয়েছে বায়ুসেনা। অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে। ভারতের সহ্যসীমা বোঝাতে এর থেকে দ্বর্থ্যহীন ভাষায় উত্তর আর কি হতে পারে!

আরও পড়ুন- সার্জিক্যাল স্ট্রাইক ২: পাল্টা পাক-প্রত্যাঘাতের জবাব দিতে সীমান্ত রেখায় প্রস্তুত থাকার নির্দেশ বায়ুসেনাকে

বায়ুসেনাকে প্রশংসার পাশাপাশি কার্গিল যুদ্ধের অন্যতম কম্যান্ডার টিপনিস এও পরামর্শ দেন, এই প্রত্যাঘ্যাতের পর উত্তেজনার পারদ বাড়ার আশঙ্কা রয়েছে। আশা করি নিখুঁত অঙ্ক কষেই হামলা চালানো হয়েছে। পাল্টা পাকিস্তান প্রত্যাঘাত করলে তার জবাব দিতে সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে বায়ুসেনাকে। তাঁর কথায়, আন্তর্জাতিক আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করতে হবে।

সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৩টে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারতীয় বায়ুসেনা। কেন্দ্র আনুষ্ঠানিকভাবে এখনও কিছু না জানালেও সূত্রে খবর, ১২টি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান উড়িয়ে জইশের লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে। প্রায় এক হাজার কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার হয়েছে ওই হামলায়। এ খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক সীমান্ত এবং প্রকৃত সীমান্ত রেখায় বায়ু সেনাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত প্রতিরোধ করতে বায়ু সেনাকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রে খবর।

ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রচেষ্টাকে কার্যত স্বীকার করে নিয়েছে পাকিস্তান। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটে জানান, সীমান্ত লঙ্ঘন করে মুজফ্ফরবাদ এলাকার নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তবে, গফুর দাবি করেন, তাদের পাল্টা জবাবে শুধুমাত্র বালাকোটে বোমা ফেলে ফিরে যায় ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুন- সার্জিক্যাল স্ট্রাইক ২: প্রতিরোধে এসে ভারতের শক্তি দেখে পালিয়ে যায় পাকিস্তানি F-16

বায়ুসেনা সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান। ভোর সওয়া তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজফ্ফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। 

.