উন্নাওয়ের নির্যাতিতার লেখা চিঠি পেতে কেন দেরি, প্রশ্ন ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

উন্নাউয়ের নির্যাতিতার পরিবারের চিঠি কেন তাদের সড়ক দুর্ঘটনার ২ দিন পরে তাঁর কাছে পৌঁছাল তা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন ওই চিঠি তাঁর নজরে আগে আনা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের কী অভিযোগ তা রেজিস্ট্রার জেনারেলের কাছে নোট আকারে জানাতে চেয়েছেন প্রধান বিচারপতি।

Updated By: Jul 31, 2019, 02:31 PM IST
উন্নাওয়ের নির্যাতিতার লেখা চিঠি পেতে কেন দেরি, প্রশ্ন ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদন: উন্নাউয়ের নির্যাতিতার পরিবারের চিঠি কেন তাদের সড়ক দুর্ঘটনার ২ দিন পরে তাঁর কাছে পৌঁছাল তা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন ওই চিঠি তাঁর নজরে আগে আনা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের কী অভিযোগ তা রেজিস্ট্রার জেনারেলের কাছে নোট আকারে জানাতে চেয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন-সিবিআই-কে বিচারপতি শুক্লার বিরুদ্ধে এফআইআরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি

নিরাপত্তা অভাব বোধ করছেন। অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই মর্মে একটি চিঠি লিখেছিল উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। ১২ জুলাই লেখা ওই চিঠি ৩০ জুলাই এসে পৌঁছায় প্রধান বিচারপতির কাছে। অর্থাত্ তাদের গাড়ি দু্র্ঘটনার ২ দিন পরে। এনিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। গোটা বিষয়টিকে খুবই গোলমেলে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ অগাস্ট রায় বেরিলির কাছে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন উন্নাউয়ের নির্যাতিতার দুই কাকিমা। মারাত্মক আহত অবস্থায় মৃত্যু সঙ্গে লড়াই করেছেন উন্নাওয়ের নির্যাতিতা। অভিযোগ ওঠে জেলে বসে তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গর।

আরও পড়ুন-জাতীয় মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে চিকিত্সকদের ধর্মঘট

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে নিরাপত্তা চেয়ে চিঠি লেখেন খোদ নির্যাতিতা, তাঁর দুই কাকিমা ও মা। সেখানে লেখা হয় বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন তাঁদের মেরে ফেলার ভয় দেখাচ্ছে। চিঠিতে আরও লেখা হয়, বেশ কয়েকজন তাঁদের বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে গিয়েছে। তা না করলে তাদের খুন করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

.