খোদ ‌যোগীর রাজ্যেই উপনির্বাচনে পিছিয়ে বিজেপি

বিহারেও ক্রমশ খারাপ হচ্ছে বিজেপির হাল। আরারিয়া লোকসভায় ৪৪৫ ভোট ও জেহনাবাদ বিধানসভা ৩২,৫৫৪ ভোটে এগিয়ে আরজেডি

Updated By: Mar 14, 2018, 02:22 PM IST
খোদ ‌যোগীর রাজ্যেই উপনির্বাচনে পিছিয়ে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচনের ভোটগণনায় ক্রমশ পিছিয়ে পড়ছে বিজেপি। দুই রাজ্যে গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে সপা ও আরজেডি। একমাত্র বিহারের ভাবুয়া বিধানসভা উপনির্বাচনে এগিয়ে বিজেপি।

উত্তর প্রদেশে খোদ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর আসনেই পিছিয়ে বিজেপি। গোরক্ষপুর আসন থেকে টানা জিতে এসেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ‌যোগী অদিত্যনাথ। সেই আসনেই সমাজবাদী পার্টি প্রার্থী প্রবীণ কুমার নিশাদ এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই ষষ্ঠ দফার গণনা শেষ হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমের খবর ভোটগণনা কেন্দ্রে সংবাদ মাধ্যমের লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

অারও পড়ুন-বাড়িতে আগে খাবার পাওয়ায় বোনের পেটে ছুরি ঢোকাল দাদা

অন্যদিকে ফুলপুর আসনেও পিছিয়ে বিজেপি। ওই আসনে ১৫,৭১৩ ভোটে এগিয়ে সপা প্রার্থী নগেন্দ্র প্রতাপ সিং। ১১ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী এখন দ্বিতীয় স্থানে।

বিহারেও ক্রমশ খারাপ হচ্ছে বিজেপির হাল। আরারিয়া লোকসভায় ৪৪৫ ভোট ও জেহনাবাদ বিধানসভা ৩২,৫৫৪ ভোটে এগিয়ে আরজেডি। একমাত্র ভাবুয়া বিধানসভা আসনে ২৩,৬৪০ ভোটে এগিয়ে বিজেপি।

  

.