পাঁচ শিশুর ঠাই কবরস্থানে, অপরাধ ওরা এইডস আক্রান্ত

সচেতনতা অভাবের জঘন্য নজির। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও। এইচআইভি এইডস-এ আক্রানত পাঁচ শিশুকে গ্রাম থেকে বের করে দেওয়া হল উত্তরপ্রদেশে। তাঁদের প্রত্যেকের বয়স ৭ বছর। মা-বাবার মৃত্যুর পর তাঁদের ঠাই হয়েছে কবরস্থানে। অপরাধ ওরা এইডস-এ আক্রান্ত।

Updated By: Jul 26, 2013, 12:28 PM IST

সচেতনতা অভাবের জঘন্য নজির। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও। এইচআইভি এইডস-এ আক্রানত পাঁচ শিশুকে গ্রাম থেকে বের করে দেওয়া হল উত্তরপ্রদেশে। তাঁদের প্রত্যেকের বয়স ৭ বছর। মা-বাবার মৃত্যুর পর তাঁদের ঠাই হয়েছে কবরস্থানে। অপরাধ ওরা এইডস-এ আক্রান্ত।
গ্রামের অন্য শিশুদের মধ্যে মারণ রোগ সংক্রমিত হওয়ার যুক্তিতে ওই পাঁচ শিশুর আত্মীয়রা তাঁদের কবরস্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জম্বু গ্রামের চারটি ছেলে ও একটি মেয়ে গত ৩ মাস ধরে কবরস্থানেই রয়েছে।
বাবা-মায়ের কবরের পাশেই ত্রিপল খাটিয়ে আস্তানা ওদের। গ্রামের মানুষের দেওয়া উচ্ছিষ্টেই দিন গুজরান হতো ঐ পাঁচ জনের। তবে কবরস্থানেও শান্তি মিলল না ওই শিশুদের। গ্রামের মানুষ এখন মনে করছেন, `সংক্রমিত` হচ্ছে পূর্বপুরুষদের কবর। তাঁই সিদ্ধান্ত, সেখান থেকেও উৎখাত করতে হবে রোগাক্রান্ত শিশুগুলিকে।
প্রশ্ন উঠছে, তিন মাস ধরে এমন বর্বরতার ঘটনা, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে গেল। খবরটি সংবাদমাধ্যমে আসার পরই টনক নড়ে সরকারের। আশ্বাস দেওয়া হয়েছে ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরি করে ওই পাঁচ শিশুকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

.