ফিরোজাবাদের রাস্তায় মহিলাদের ওপর লাঠিচার্জ, চড়-থাপ্পড়- লাথি মারল উত্তরপ্রদেশ পুলিস

নয়া বিতর্কে উত্তরপ্রদেশ সরকার। এবার ফিরোজাবাদের রাস্তায় মহিলাদের বেধড়ক পেটাল পুলিস। চড়-থাপ্পর, কিল-ঘুসি চলেছে অনবরত। সঙ্গে লাঠির মার। গতকাল রাতে এন-এইচ-টু হাইওয়েতে এক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে হাইওয়েতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ছিলেন এলাকার মহিলারাও। পুলিস ঘটনাস্থলে পৌছে তাঁদের সরাতে আচমকা লাঠিচার্জ শুরু করে দেয়।

Updated By: Jan 14, 2014, 12:25 PM IST

নয়া বিতর্কে উত্তরপ্রদেশ সরকার। এবার ফিরোজাবাদের রাস্তায় মহিলাদের বেধড়ক পেটাল পুলিস। চড়-থাপ্পর, কিল-ঘুসি চলেছে অনবরত। সঙ্গে লাঠির মার। গতকাল রাতে এন-এইচ-টু হাইওয়েতে এক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে হাইওয়েতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ছিলেন এলাকার মহিলারাও। পুলিস ঘটনাস্থলে পৌছে তাঁদের সরাতে আচমকা লাঠিচার্জ শুরু করে দেয়।

সেইসঙ্গে চলতে থাকে চড়-থাপ্পর। মহিলাদের সঙ্গে এমন অমানবিক আচরণে প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে অভিযুক্ত পুলিসকর্মীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা জানিয়েছেন, এবিষয়ে তিনি নিজে পুলিস কমিশনারের সঙ্গে কথা বলবেন। অভিযোগ উঠছে, এধরনের ঘটনার জন্য দায়ী মহিলাদের প্রতি অখিলেশ সরকারের অসংবেদনশীল আচরণ।

.