পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখতে ফিনাইলের পরিবর্তে গোমূত্র ব্যবহারের পরামর্শ মেনকা গান্ধীর
ফিনাইল দূর হঠাও, এসে গেছে গানুইল! কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী তাঁর সহকর্মী মন্ত্রীদের অনুরোধ করলেন কোনও 'বাজে' রাসয়ানিক পদার্থের বদলে গো মূত্রের মত প্রাকৃতিক পদার্থ দিয়েই সরকারি দফতরগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে।
|
Updated By: Mar 27, 2015, 11:03 AM IST