Chief justice of India: ২৭ অগস্ট দায়িত্ব নেবেন নতুন চিফ জাস্টিস, থাকবেন মাত্র ৭৪ দিন!

বিচারপতি ইউইউ ললিতের পরে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তাঁর ব্বা বিচারপতি ওয়াইভি চন্দ্রচূড়ও সিজেআই ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাত বছর এই দায়িত্বে ছিলেন তিনি। তিনিই এখনও পর্যন্ত সবথেকে বেশিদিন দায়িত্বে থাকা প্রধান বিচারপতি। ১৯৯১ সালে বিচারপতি কমল নারায়ণ সিং সবথেকে কম সময়ের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র ১৭ দিন এই দায়িত্বে ছিলেন।

Updated By: Aug 10, 2022, 06:43 PM IST
Chief justice of India: ২৭ অগস্ট দায়িত্ব নেবেন নতুন চিফ জাস্টিস, থাকবেন মাত্র ৭৪ দিন!
ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার বিচারপতি ইউ ইউ ললিতকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য একটি নোটিশ জারি করেছেন। তিনি ভারতের বর্তমান প্রধান বিচারপতি (সিজেআই) এনভি রমনার স্থলাভিষিক্ত হবেন। রামানার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৬ অগস্ট। বিচারপতি উদয় উমেশ ললিত, ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি আগামী ২৭ অগস্ট, ২০২২ থেকে দায়িত্ব নেবেন। বর্তমান সিজেআই এনভি রমনা তাঁর উত্তরসূরি হিসেবে ইউইউ ললিতের নাম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেন। ৮ নভেম্বর ৬৫ বছর বয়সে অবসর নেবেন ললিত। অবসর গ্রহণের আগে বিচারপতি ইউইউ ললিত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাত্র ৭৪ দিন।

বিচারপতি ললিত, ১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের জুন মাসে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৫ সালের ডিসেম্বর পর্যন্ত বম্বে হাইকোর্টে কাজ করেন। এরপরে তিনি দিল্লি চলে যান। ২০০৪ সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাঁকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত করে।

ইউ ইউ ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করে বার। এর আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করেন তিনি। ২০১৪ সালের ১৩ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।

বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানা দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি এসএ বোবদের হাত থেকে। ১৬ মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন তিনি।

বিচারপতি ইউইউ ললিতের পরে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তাঁর ব্বা বিচারপতি ওয়াইভি চন্দ্রচূড়ও সিজেআই ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাত বছর এই দায়িত্বে ছিলেন তিনি। তিনিই এখনও পর্যন্ত সবথেকে বেশিদিন দায়িত্বে থাকা প্রধান বিচারপতি। ১৯৯১ সালে বিচারপতি কমল নারায়ণ সিং সবথেকে কম সময়ের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র ১৭ দিন এই দায়িত্বে ছিলেন।

বিচারপতি ললিত, সিজেআই হিসাবে, বিচারপতিদের কলেজিয়ামের প্রধান হবেন। এই কলেজিয়াম বিচার বিভাগের নিয়োগ এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয়। তার বাবা ইউ আর ললিতও একজন আইনজীবী ছিলেন। তিনি পরবর্তীকালে দিল্লি হাইকোর্টের বিচারপতি হন।

আরও পড়ুন: Viral Video : বিয়ের পিঁড়িতে বর-কনের তীব্র হাতাহাতি, ভাইরাল ভিডিয়ো 

বিচারপতি ইউইউ ললিত যে কয়েকটি যুগান্তকারী রায়ের অংশ ছিলেন তার মধ্যে একটি হল মুসলিমদের মধ্যে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত রায়। পাঁচ সদস্যের বেঞ্চ ২০১৭ সালে তিন তালাক প্রথাটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। ৩-২ সংখ্যাগরিষ্ঠতা অসাংবিধানিক ঘোষিত হয় এই রায়।

তৎকালীন সিজেআই জেএস খেহার এবং বিচারপতি এস আবদুল নাজির এই রায়কে ছয় মাসের জন্য স্থগিত রাখার পক্ষে ছিলেন। তাঁরা চেয়েছিলেন সরকার একটি আইন নিয়ে আসুক। কিন্তু বিচারপতি কুরিয়ান জোসেফ, আরএফ নরিমান এবং ইউইউ ললিত এই কাজকে সংবিধান লঙ্ঘন বলে মনে করেন। বর্তমানে বিচারপতি খেহার, জোসেফ এবং নরিমন অবসর নিয়েছেন।    

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.