মধ্যপ্রদেশে মহারানা প্রতাপ জয়ন্তীর মিছিলে ইটবৃষ্টি ঘিরে ধুন্ধুমার, জারি ১৪৪ ধারা

স্থানীয়দের একাংশের মতে, মিছিলে তারস্বরে বাজছিল গান। যার প্রতিবাদ করেন একটি সম্প্রদায়ের মানুষ। এই নিয়ে দু'পক্ষের বিবাদ শুরু হয়। এর মধ্যেই মিছিল লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়।  

Updated By: Jun 17, 2018, 11:30 AM IST
মধ্যপ্রদেশে মহারানা প্রতাপ জয়ন্তীর মিছিলে ইটবৃষ্টি ঘিরে ধুন্ধুমার, জারি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদন: মহারানা প্রতাপ জয়ন্তীর মিছিলে ইটবৃষ্টিকে কেন্দ্র করে রণক্ষেত্র মধ্যপ্রদেশের শাজাপুর। শনিবার এই ঘটনার পর শহরজুড়ে মোতায়েন হয়েছে বিশাল পুলিসবাহিনী। জারি হয়েছে ১৪৪ ধারা। 

স্থানীয়দের কথায়, শনিবার শাজাপুর শহরের নাই সড়ক এলাকায় মহারানা প্রতাপ জয়ন্তীর মিছিলে ইট ছোড়ে কিছু মানুষ। মহারানা প্রতাপের জন্মদিনে শহরে শৌর্য মিছিল বার করেছিলেন রাজপুত সম্প্রদায়ের মানুষজন। বেশ কয়েকটি গাড়ি ও দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। 

সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে তত্পর হয় পুলিস। লাঠি চালিয়ে ও টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করা হয় দুষ্কৃতীদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিস। 

মাঝ রাস্তায় আবর্জনা ফেলে অনুষ্কার ধমক খেলেন কাণ্ডজ্ঞানহীন এই ব্যক্তি

স্থানীয়দের একাংশের মতে, মিছিলে তারস্বরে বাজছিল গান। যার প্রতিবাদ করেন একটি সম্প্রদায়ের মানুষ। এই নিয়ে দু'পক্ষের বিবাদ শুরু হয়। এর মধ্যেই মিছিল লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়।  

.