ডিজনি ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধল ভোডাফোন

ভারতে নতুন গেম ও অ্যাপস নিয়ে আসতে ডিজনির সঙ্গে হাত মেলালো দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন। বুধবার ভোডাফোনের তরফে এই খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।

Updated By: Mar 26, 2014, 10:24 PM IST

ভারতে নতুন গেম ও অ্যাপস নিয়ে আসতে ডিজনির সঙ্গে হাত মেলালো দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন। বুধবার ভোডাফোনের তরফে এই খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।

ভোডাফোনের নতুন গেম ও অ্যাপস পরিচালিত হবে ডিজনি ইন্ডিয়ার দ্বারা। গ্রাহকরা ফিচার ও স্মার্টফোন, দুধরণের ফোনেই প্রিমিয়াম গেম ও অ্যাপসের সুবিধা পাবেন। এ দিন ভোডাফোনের তরফে প্রেস রিলিজে এ কথা জানানো হয়েছে। ডিজনি ইন্ডিয়া ইন্টারাকটিভের ভাইস প্রেসিডেন্ট সমীর গনপতি জানান, ভোডাফোনের সঙ্গে আমাদের পার্টনারশিপ মোবাইলে নতুন গেম ও অ্যাপস নিয়ে আসার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। এখন ভোডাফোন পোর্টালে গ্রাহকরা হোয়ারস মাই ওয়াটার( ‘Where`s My Water?), হোয়ারস মাই মিকি(Where`s My Mickey?), হোয়ারস মাই পেরি(Where`s My Perry), টয় স্টোরি: স্ম্যাশ ইট!(Toy Story: Smash It) ও ব্রেভ(Brave) ডাউনলোড করতে পারবেন।

.