ওজন কমানোর ওষুধ অর্ডার করে প্রতারিত খোদ উপ-রাষ্ট্রপতি

এর পরই বিষয়টি উপভোক্তা বিষয়ক দফতরকে জানান নায়ডু। তদন্ত করে তারা জানতে পারে সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়। ফলে তাদের করার তেমন কিছু নেই। রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি জানান, এটা কোনও কথা হতে পারে না। দেশের মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এই ধরণের ভুয়ো বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা দরকার।  

Updated By: Dec 30, 2017, 01:09 PM IST
ওজন কমানোর ওষুধ অর্ডার করে প্রতারিত খোদ উপ-রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন: ওজন কমানো ও ফর্সা হওয়ার ওষুধের বিজ্ঞাপনে ছয়লাপ টিভি ও ইন্টারনেট। নামমাত্র দামে দ্রুত ওজন কমাতে সেই সব বিজ্ঞাপনে করা হয় নানা দাবি। তবে এই সব ওষুধের ব্যাপারে বার বার সতর্ক করে থাকেন চিকিত্সকরা। কিন্তু লোভ সামলাতে পারেন না অনেকেই। পা পিছলে এবার সেই ফাঁদেই পড়লেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু। শুক্রবার রাজ্যসভায় সেই অভিজ্ঞতা জানালেন তিনি। 

এদিন ভেঙ্কাইয়া বলেন, উপ-রাষ্ট্রপতি হওয়ার ঠিক পরেই বিজ্ঞাপন দেখে ওজন কমানোর একটি ওষুধ অর্ডার করেছিলেন তিনি। বন্ধু ও পরিচিতরা ওই ওষুধ কার্যকরী নয় বলে জানালেও ১,২৩০ টাকা দিয়ে ওষুধ অর্ডার করেন তিনি। এর পরেই শুরু হয় প্রতারণার খেলা। 'আসল ওষুধ' পেতে আরও ১,০০০ টাকা দাবি করা হয় তাঁর কাছে।

আরও পড়ুন - মুকুল মঞ্চ থেকে নামতেই তুমুল বিক্ষোভ

এর পরই বিষয়টি উপভোক্তা বিষয়ক দফতরকে জানান নায়ডু। তদন্ত করে তারা জানতে পারে সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়। ফলে তাদের করার তেমন কিছু নেই। রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি জানান, এটা কোনও কথা হতে পারে না। দেশের মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এই ধরণের ভুয়ো বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা দরকার।  

.