WB Assembly Election: বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে: Amit Shah

'প্রথম দফায় বাংলায় রেকর্ড ভোট পড়েছে'।

Updated By: Mar 28, 2021, 05:22 PM IST
WB Assembly Election: বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে: Amit Shah

নিজস্ব প্রতিবেদন:  'প্রথম দফায় বাংলায় রেকর্ড ভোট পড়েছে'। রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বললেন, 'নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে'।

একুশের বাংলার মসনদে কে বসতে চলেছে?  প্রথম দফায় ৫ রাজ্যের ৩০টি আসন ভোট হয়ে গেল। এদিন সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাস ঝরে পড়ল অমিত শাহের গলায়। বললেন, 'রাজ্যে প্রথম দফায় ভোট শান্তিপূর্ণ। বাংলায় রেকর্ড ভোট পড়েছে। এটা ভোটারদের উৎসাহ বোঝায়। মহিলাদের ধন্যবাদ, তাঁদের একটা বড় অংশ ভোট দিয়েছেন। ৩০টির মধ্যে ২৬টি আসন পাবে বিজেপি'। শাহের কথায়, 'বাংলার শান্তিপূর্ণ করানোয় সফল কমিশন।  সব আসনেই বড় ব্যবধানে জয় হবে। এই ট্রেন্ড চলতে থাকলে, বাংলায় দুশোরটির বেশি আসন পাব'। আর নন্দীগ্রাম? অমিত শাহের বক্তব্য, 'নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে'। সঙ্গে যোগ করতে ভুললেন না, 'নন্দীগ্রামে আমরাই জিতছি'। তাঁর আরও বক্তব্য, 'বাংলার তোষণের রাজনীতির প্রচলন ছিল। মানুষ এখন জনকল্যাণের রাজনীতি বুঝতে পেরেছে। বাংলার মানুষের মনে আশার আলো জাগাতে সফল হয়েছি'।

আরও পড়ুন: মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ, Nandigram থানায় তুমুল বিক্ষোভ CPM-এর

প্রসঙ্গত, ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট নন্দীগ্রাম। আজ থেকেই সেখানে হাজির হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। যোগ দেবেন দোল উত্সবে, সভা করবেন বিরুলিয়া বাজারে। বসে নেই বিজেপিও। সূত্রের খবর, ৩০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড-শো করবেন তিনি। 

.