Rahul on Nitish Kumar: 'নীতীশজিকে কোনও প্রয়োজন নেই, উনি কোথায় আটকে গিয়েছেন বুঝতে পারছি': রাহুল
Rahul on Nitish Kumar: লোকসভার মুখে নীতীশের ধাক্কার পর নতুন করে ভাবতে হচ্ছে বিরোধী শিবিরকে। আসন সমঝোতা নিয়ে সমস্যা তো ছিলই তার উপরে নীতীশের শিবির বদলে বেকায়দায় 'ইন্ডিয়া' জোট....
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের মুখে 'ইন্ডিয়া' জোটকে একপ্রকার ডুবিয়েই দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারে মহাজোট ছেড়ে তিনি এখন এনডিএ শিবিরে। মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ফের শপথ নিয়ে আবার বিহারের কুর্সিতে বসেছেন। নীতীশবাবুর এহেন কাণ্ডকারখানায় এখন চুপ করে থাকা ছাড়া আর কোনও উপায় নেই আরজেডি-কংগ্রেসের। তবে মঙ্গলবার বিহারের প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। নীতীশ রাজ্যে পা দিয়েই এনিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী।
আরও পড়ুন- বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার!
রাহুল গান্ধী বলেছেন, 'নীতীশ কুমারজিকে আমাদের প্রয়োজন নেই।' কেন এমন কথা বললেন রাহুল? ব্যাখ্যাও দিয়েছেন কংগ্রেস নেতা। যে নীতীশ কুমার 'ইন্ডিয়া' জোটের অন্যতম উদ্যোক্তা তিনি এমনভাবে ভোটের মুখে ছেড়ে চলে যাবেন তা হয়তো অনভিপ্রেতই ছিল। তবে রাহুলের দাবি, নীতীশের জোট ছাড়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
কী সেই কারণ? রাহুল গান্ধীর বক্তব্য, কোথায় নীতীশ কুমার আটকে গিয়েছিলেন তা বুঝতে পারছি। খুব সোজা কথায় আমি ওঁকে বলেছিলাম, বিহারে জাতপাতের ভিত্তিতে জনগণনা আপনাকে করতেই হবে। কংগ্রেস ও আরডেজি এনিয়ে নীতীশজির উপরে চাপ সৃষ্টি করেছিল। এতে ভয় পেয়ে গিয়েছিল বিজেপি। তারা নীতীশজির উপরে চাপ সৃষ্টি করছিল। পাশাপাশি পালিয়ে যাওয়ার জন্য পেছনের দরজাও খুলে দিয়েছিল।
কেন তিনি বিহারে মহাজোটে ছাড়লেন তার ব্যাখ্যা নীতীশ কুমারও দিয়েছেন। তাঁর দাবি, বাইরে থেকে মনে হচ্ছিল মহাজোট ঠিকঠাক চলছে। কিন্তু মহাজোটে সবকিছু ঠিকঠাক চলছিল না। তাই সরে আসতে হল। অন্যদিকে, নীতীশের ওই মন্তব্য নিয়েও মুখে খুলেছেন রাহুল। কংগ্রেস নেতা বলেন, সামান্য চাপেই ভেঙে পড়লেন নীতীশজি। কারণ মানুষের জন্য ওই চাপ নীতীশের উপরে তৈরি করেছিল জোট।
উল্লেখ্য, এনিয়ে ৫ বার জোট বদল করলেন নীতীশ কুমার। আর এই শিবির ওই শিবির করে মোট ৯ বার মুখ্যমন্ত্রী হলেন। 'ইন্ডিয়া' জোট কাকে প্রধানমন্ত্রীর মুখ করে ময়দানে নামবে তা নিয়ে জোটের মধ্যেই সংঘাত তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল বলে দেন কংগ্রেস সভাপতি জোটের কনভেনার হোন। একধাপ এগিয়ে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও তুলে ধরেন কেজরিওয়াল। এতেই কিছুটা রুষ্ট হন নীতীশ। পরে অবশ্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেন। তবে তিনি যে জোট ছেড়ে চলে যাবেন তা আন্দাজ করা যায়নি। শেষপর্যন্ত ইন্ডিয়া জোট ছেড়েছেন নীতীশ। এর চাপ লোকসভা নির্বাচনে পড়বে। সেই চাপ অন্যান্য বিরোধীরা কীভাবে সামাল দেয় সেটাই এখন দেখার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)