ধর্ষক রাম রহিমের পেল্লাই 'প্রাসাদ' ভেঙে ঢুকল পুলিশ, তারপর যা দেখল

Updated By: Aug 31, 2017, 03:58 PM IST
ধর্ষক রাম রহিমের পেল্লাই 'প্রাসাদ' ভেঙে ঢুকল পুলিশ, তারপর যা দেখল

ওয়েব ডেস্ক : ডেরা সচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে গ্রেফতারের পর পরই তাঁর গুফায় তল্লাশি শুরু করে পুলিশ। ডেরা প্রধানের বসার ঘর থেকে শোয়ার ঘর, সর্বত্রই হানাদারি চালায় পুলিশ। যেমন রাজকীয় প্রাসাদ ডেরা প্রধানের, তেমনি তার চাকচিক্য। কিন্তু, ধর্ষক ‘বাবাজিকে’ গ্রেফতারের পর তাঁর বাড়িতে ঢুকে লাথি মেরে দরজা ভেঙে ফেলে পুলিশ। এরপর একে একে ‘বাবাজির’ ডেরায় সর্বত্র তল্লাশি শুরু করে পুলিশ।

দেখুন সেই ভিডিও..

 

এদিকে গুরমিত রাম রহিম সিং-এর ডেরায় তল্লাশি চালিয়ে এর আগে কন্ডোম এবং গর্ভনিরোধকের ভাণ্ডার উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি সিবিআই-এর এক প্রাক্তন আধিকারিক নারায়ণন (যিনি ধর্ষণ মামলার তদন্তকারী অফিসার ছিলেন) জানিয়েছেন, রাম রহিম প্রতি রাতে ডেরার প্রধান সাধ্বীকে ফোন করে, শয্যা সঙ্গিনী পাঠানোর নির্দেশ দিতেন। প্রতি রাতেই নতুন নতুন শয্যা সঙ্গিনীর সাহচার্য চাইতেন রাম রহিম।

.