এই বিপুল পরিমান বাতিল নোট নিয়ে এবার কী করবে রিজার্ভ ব্যাঙ্ক?

নোট বাতিলের ধাক্কায় মোট কতগুলো ৫০০ ও ১০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিযার মোট মূল্য প্রায় ১৪ লক্ষ কোটি টাকা। কিন্তু এই বাতিল নোটগুলো নিয়ে এবার কী করবে আরবিআই?

Updated By: Nov 30, 2016, 04:09 PM IST
এই বিপুল পরিমান বাতিল নোট নিয়ে এবার কী করবে রিজার্ভ ব্যাঙ্ক?

ওয়েব ডেস্ক: নোট বাতিলের ধাক্কায় মোট কতগুলো ৫০০ ও ১০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিযার মোট মূল্য প্রায় ১৪ লক্ষ কোটি টাকা। কিন্তু এই বাতিল নোটগুলো নিয়ে এবার কী করবে আরবিআই?

জানা যাচ্ছে, পুনর্ব্যবহারের জন্য প্রথমে নোটগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, সেই টুকরোগুলো দিয়ে কাগজের মণ্ড তৈরি হবে। এই মন্ড থেকে পরে ক্যালেন্ডার, ফাইল বা বোর্ডের মতো অফিস স্টেশনারি প্রস্তুত করা হতে পারে।

আরও পড়ুন- লোকসভায় পাস নতুন আয়কর সংশোধনী বিল

২০০১ পর্যন্ত অচল বা বাতিল নোট পুড়িয়ে ফেলার ব্যবস্থা ছিল। এখন আর তা না করে বাতিল ও অচল নোট থেকে পুনর্ব্যবহারযোগ্য বস্তু তৈরি করার চল হয়েছে এবং এজন্য (পুনর্ব্যবহার প্রযুক্তি) কেরলের একটি প্লাইউড সংস্থার সঙ্গেও নাকি চুক্তিবদ্ধ হয়েছে ভারতের শীর্ষ ব্যাঙ্ক।

আরও পড়ুন- উবের গাড়িতে চড়ে রাতারাতি বিখ্যাত মুম্বাই কন্যা

.