"মেয়ে বলে পরিবার আমাকে মেরে ফেলতে চেয়েছিল, মা আমাকে বাঁচিয়ে রাখে", স্মৃতি ইরানি

আজ তিনি দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। কিন্তু দেশের অধিকাংশ মেয়ের মতোই মেয়ে হওয়ার যন্ত্রনা ভোগ করতে হয়েছে তাঁকেও। শুক্রবার ভোপালের এক জনসভায় স্মৃতি ইরানি জানালেন, ছোটবেলায় তাঁকে পরিবারের বোঝা মনে করা হত।

এমনকী, তাঁর মাকে স্মৃতিকে মেরে ফেলার পরামর্শও দিয়েছিলেন অনেকে। এ দিন স্মৃতি বলেন, আজ প্রথমবারের জন্য বলছি। যখন আমি জন্মেছিলাম আমার মাকে অনেকে বলেছিল মেয়েরা পরিবারের বোঝা। ওকে মেরে ফেল। কিন্তু আমার মা সাহসী ছিলেন। উনি এমন কিছু করেননি। তাই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। ভোপাল মডেল স্কুলে কন্যাভ্রুণ হত্যা নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন স্মৃতি।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, যখন একজন মেয়েকে শিক্ষিত করা হয় তখন তার সঙ্গে একটা গোটা পরিবারকে শিক্ষিত করা হয়। যা ভবিষ্যতে দেশের কাজে লাগে। এদিন নিজের উদাহরণ ছাড়াও নরেন্দ্র মোদীর উদাহরণ তুলে ধরেন স্মৃতি। কীভাবে চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।

কন্যাভ্রুণ হত্যা বন্ধ করা বিজেপি সরকারের সর্বপ্রথম কাজ বলে জানান তিনি।

English Title: 
`When I was born, some people called me a burden & asked my mother to kill me,` reveals Smriti Irani
Home Title: 

"মেয়ে বলে পরিবার আমাকে মেরে ফেলতে চেয়েছিল, মা আমাকে বাঁচিয়ে রাখে", স্মৃতি ইরানি

No
23364
Is Blog?: 
No
Section: