জানেন কে প্রথম চিহ্নিত করেছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারীকে?
নাথুরাম গডসের নাম এখন দেশের প্রত্যেকটা মানুষই জানেন। জাতীর জনক মহাত্মা গান্ধীকে হত্যা করার মতো জঘন্য অপরাধ করেছিল সে। কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করার পর তাকে কে প্রথম ধরেছিলেন জানেন?
ওয়েব ডেস্ক: নাথুরাম গডসের নাম এখন দেশের প্রত্যেকটা মানুষই জানেন। জাতীর জনক মহাত্মা গান্ধীকে হত্যা করার মতো জঘন্য অপরাধ করেছিল সে। কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করার পর তাকে কে প্রথম ধরেছিলেন জানেন?
দিল্লির বিড়লা হাউসে মালীর কাজ করতেন রঘু নায়ক। তিনিই প্রথম মহাত্মা গান্ধীকে হত্যা করতে দেখেন। যদিও তিনি তাঁকে বাঁচাতে পারেননি। তবু দোষীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিয়েছিলেন।
ওড়িশার কেন্দ্রপাড়া জেলার জাগুলাইপাড়ার বাসিন্দা ছিলেন রঘু নায়ক। তাঁর এই অসাধারাণ কৃতিত্বের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তাঁকে ৫০০ টাকা পুরস্কার দিয়েছিলেন। ১৯৮৩ সালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রীকে ওড়িশা সরকার গত বুধবার ৫ লক্ষ টাকা সাম্মানিক দেন।