ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রী কে? দেখুন ছবি

Updated By: Aug 28, 2017, 10:45 PM IST
ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রী কে? দেখুন ছবি

ওয়েব ডেস্ক: ২০ বছরের জেল এবং ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ, ডেরা প্রধান 'গডম্যান' গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে এই সাজাই ঘোষণা করেছে সিবিআই বিশেষ আদালত। যদিও নির্যাতিতারা চাইছেন গুরমিত রাম রহিমের সর্বোচ্চ সাজা হোক। যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করে নির্যাতিতারা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও খবর শোনা যাচ্ছে। এদিকে 'দত্তক কন্যা' হানিপ্রীতকে জেলে রাখার জন্য আদালতের কাছে অনুরোধ করেছেন ধর্ষক ধর্মগুরু। সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন গণমাধ্যম, সব জায়গাতেই এসব খবর এখন সেকেন্ডের মধ্যেই ভাইরাল। এমনই আরও একটি বিষয় এখন সোশ্যাল মিডিয়ার নজরে 'হট কেক'। বিরাটের সঙ্গে  গুরমিত রাম রহিম সিংয়ের ছবি যেভাবে ভাইরাল হয়েছিল ঠিক একই রকমভাবে ভাইরালের আকার নিয়েছে গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রীর ছবি। নেট দুনিয়া উৎসাহ প্রকাশ করছে গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রীকে নিয়ে! ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রী কে? দেখুন ছবি-     

হরজিৎ কৌর। দশম শ্রেণি পর্যন্ত পড়েই গুরমিত রাম রহিম সিং বিয়ে করেন হরজিৎ কৌরকে। গুরমিত রাম রহিম এবং হরজিৎ কৌরের দুই কন্যা এবং একটি ছেলে সন্তান আছে বলেও দাবি করছে অনেক গণমাধ্যম। ইন্ডিয়া টুডে পত্রিকার দাবি বিগত ৫ বছর নাকি অন্তরালেই রয়েছেন হরজিৎ কৌর। ডেরা'র অনেকে দাবি করছেন, হরজিৎ কৌর কয়েক বছর ধরে আম আদমির সামনে না আসলেও ডেরার দফতরেই তিনি থাকেন। তবে ডেরা দফতরে তিনি ঠিক কী কাজ করেন, সে বিষয়ে কারোরই কিছু জানা নেই। 

 

.