Abhishek Banerjee:তৃণমূলে মমতার উত্তরসূরি কে? স্পষ্ট করে দিলেন অভিষেক
যারা তখন কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা আজ আশাহত
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে হবেন তাঁর উত্তরসূরি? এই প্রশ্নটা আড়ালে আবড়ালে, এমনকি উঠছে দলের অন্দরেও। সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে চর্চা করেছেন দলীয় নেতা। বুধবার অসমে এক সাংবাদিক সম্মেলনে এরকমই এক কড়া প্রশ্ন মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অত্যন্তু সুকৌশলে সেই বাউন্সার ডাক্ করেও গেলেন তিনি।
বুধবার গুয়হাটিতে দলের একটি কার্যালয়ের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানের শেষ সাংবাদিক সম্মেলনে তাঁকে এনিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, এনিয়ে আমার কোনও অভিমত নেই। যারা এনিয়ে চর্চা করছেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার। দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। আমি সেই কাজ করছি। তৃণমূল কংগ্রেসকে বাংলার প্রতিটি বুথে আরও শক্তিশালী করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই আমরা একমাত্র লক্ষ্য। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘায়ূ আমি কামনা করি। আশা করি তিনি আমাদের পদ দেখিয়ে যাবেন। কিন্তু আমার কাজ দেশের ৮-১০টি রাজ্যে তৃণমূল কংগ্রসকে প্রতিষ্ঠা করা। সেটাই আমি করছি।
গোয়া বিধানসভা নির্বাতন ও ত্রিপুরায় পুরভোটে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার বাইরে তৃণমূল কংগ্রেসকে ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন অভিষেক বলেন, ত্রিপুরা ও মেঘালয়ের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। ওই দুই রাজ্যে তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি নিয়োগ করবে। অন্য দলের সঙ্গে তৃণমূলের তফাত হল আমরা যখন কোনও রাজ্যে যাই তখন অল আউট লড়াই করি। আমরা যা প্রতিশ্রুতি দিই সেটাই করি। আমরা আমাদের সীমিত শক্তি দিয়ে বিজেপির সঙ্গে লড়তে চাই। আমাদের সঙ্গে কেউ এলে তাদের স্বাগত। ডিসেম্বরের মধ্যে অসমের প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হবে।
কেন্দ্রে বিজেপি শাসনের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ২০১৪ সালে মানুষ ভেবেছিল দেশে কিছু বদল আসবে। আজ এই ২০২২ সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যারা তখন কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা আজ আশাহত। সিনেমাকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হচ্ছে। অন্যদিকে, জীবনদায়ী ওষুধের উপরে কর চাপানো হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে ৯৭ হাজার কোটি টাকা পাবে বাংলা। সেই টাকা দিয়ে দাও, পেট্রোল-ডিজেলের উপর থেকে কর তুলে নেবে বাংলা। হিমন্ত বিশ্বশর্মা এটা পারবেন?
আরও পড়ুন- Exclusive: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল শুরু কমিশনের!