কে হবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী? উঠে আসছে ৫টি নাম
বিনা ড্রাইভারের ফর্মুলা ওয়ানে বাজিমাত। রেস জেতার পর এবার ড্রাইভারের খোঁজ করছে বিজেপি। কে হবেন উত্তর প্রদেশের সুবেদার? মুখ্যমন্ত্রী পদে উঠে আসছে পাঁচটি নাম।
ওয়েব ডেস্ক : বিনা ড্রাইভারের ফর্মুলা ওয়ানে বাজিমাত। রেস জেতার পর এবার ড্রাইভারের খোঁজ করছে বিজেপি। কে হবেন উত্তর প্রদেশের সুবেদার? মুখ্যমন্ত্রী পদে উঠে আসছে পাঁচটি নাম।
সবার আগে দৌড়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দৌড়ে আছেন কেশব মৌর্য, মনোজ সিনহা, সিদ্ধার্থনাথ সিং এবং দীনেশ শর্মাও। শোনা যাচ্ছে দুই সন্ন্যাসী রাজনীতিক যোগী আদিত্যনাথ এবং উমা ভারতীর নামও।
নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির তরফে কোনও মুখকেই তুলে ধরা হয়নি। মোদীকে সামনে রেখেই লড়ে গেরুয়া শিবির। ভোট গণনা শুরু হতেই দেখা যায়, মোদী ম্যাজিকে সব কাত্। মুখ থুবড়ে পড়েছে রাহুল-অখিলেশের প্ল্যান। জয় নিশ্চিত হতেই গেরুয়া শিবিরে এবার তাই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার পালা।
আরও পড়ুন, গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়ল সাইকেল, উত্তরপ্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি
কংগ্রেসের থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে দিল বিজেপি, হার হরিশ রাওয়াতের