মোদী সৎ, এমন প্রচার করেনি উইকিলিক্স, দাবি জুলিয়ান অ্যাসেঞ্জের সংস্থার, বিপাকে বিজেপি

বিপাকে বিজেপি। উইকিলিক্স সরাসরি খারিজ করল বিজেপির দাবি। পরিস্কার জানিয়ে দিল নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত নন, এমন প্রচার তাঁরা করেননি। জুলিয়ান অ্যাসাঞ্জের সংস্থার তরফে এক টুইটে দাবি করা হয়েছে, তাঁরা বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থীর সততার প্রশংসা করেনি। বরং তাঁর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিল, মোদী সত্‍ বলে প্রচার করা হয়। আর সেকারণেই মোদী এত জনপ্রিয়।

Updated By: Mar 18, 2014, 09:10 AM IST

বিপাকে বিজেপি। উইকিলিক্স সরাসরি খারিজ করল বিজেপির দাবি। পরিস্কার জানিয়ে দিল নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত নন, এমন প্রচার তাঁরা করেননি। জুলিয়ান অ্যাসাঞ্জের সংস্থার তরফে এক টুইটে দাবি করা হয়েছে, তাঁরা বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থীর সততার প্রশংসা করেনি। বরং তাঁর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিল, মোদী সত্‍ বলে প্রচার করা হয়। আর সেকারণেই মোদী এত জনপ্রিয়।

উইকিলিক্স মোদীর সততার প্রশংসা করেছে বলে দাবি করে কিছুদিন আগেই প্রচার করেছিল বিজেপি। বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেনের পাল্টা প্রতিক্রিয়া, মোদীর কারোর সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না।

.