লাতুরে জল আনতে গিয়ে মৃত্যু এক মহিলার

এক ফোঁটা জলের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে মানুষগুলো। কিন্তু জলের দেখা নেই। চারিদিকে জল শুকিয়ে খাঁ খাঁ করছে মাঠ ঘাট। শুকিয়ে গিয়েছে নদী, নালা, কুয়োর জল। এই অবস্থায় কোথাও সামান্য জলের খোঁজ পেলেই মানুষ সেখানে গিয়ে জলের জন্য লাইন দিচ্ছে। এমনই এক জলের লাইনে দাঁড়িয়ে জল আনতে গিয়ে লাতুরে মৃত্যু হল এক মহিলার।

Updated By: May 4, 2016, 03:11 PM IST
লাতুরে জল আনতে গিয়ে মৃত্যু এক মহিলার

ওয়েব ডেস্ক: এক ফোঁটা জলের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে মানুষগুলো। কিন্তু জলের দেখা নেই। চারিদিকে জল শুকিয়ে খাঁ খাঁ করছে মাঠ ঘাট। শুকিয়ে গিয়েছে নদী, নালা, কুয়োর জল। এই অবস্থায় কোথাও সামান্য জলের খোঁজ পেলেই মানুষ সেখানে গিয়ে জলের জন্য লাইন দিচ্ছে। এমনই এক জলের লাইনে দাঁড়িয়ে জল আনতে গিয়ে লাতুরে মৃত্যু হল এক মহিলার।

মহারষ্ট্রের লাতুরের চাকুর তহসিলের আটোলা গ্রামে সকাল থেলে লাইন পড়েছিল কুয়োর ধারে। সেই লাইনে দাঁড়িয়েছিলেন কেবলবাঈ কাম্বলে নামে ৪৫ বছরের এক মহিলা। সূর্যের তাপে প্রায় দু'ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর আগেও মহারাষ্ট্রে জল আনতে গিয়ে মৃত্যু হয়েছে ২ জনের।

.