শিল্প বান্ধব পরিবেশে দেশে শীর্ষে গুজরাট, পশ্চিমবঙ্গ একাদশ, রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের

শীর্ষ ব্যাঙ্ক আরবিআইয়ের পর এবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্টে রাজ্যের শিল্প পরিস্থিতির বেহাল দশা আরও একবার ফুটে উঠল। শিল্প বান্ধব পরিবেশ কোন রাজ্যে কোথায়, তা নিয়ে বাণিজ্য মন্ত্রকের একটি রিপোর্টে প্রকাশ করেছে। এই তালিকায় পঞ্চাশ শতাংশ নম্বরও পায়নি পশ্চিমবঙ্গ।

Updated By: Sep 14, 2015, 07:42 PM IST
শিল্প বান্ধব পরিবেশে দেশে শীর্ষে গুজরাট, পশ্চিমবঙ্গ একাদশ, রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের

ওয়েব ডেস্ক: শীর্ষ ব্যাঙ্ক আরবিআইয়ের পর এবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্টে রাজ্যের শিল্প পরিস্থিতির বেহাল দশা আরও একবার ফুটে উঠল। শিল্প বান্ধব পরিবেশ কোন রাজ্যে কোথায়, তা নিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই তালিকায় পঞ্চাশ শতাংশ নম্বরও পায়নি পশ্চিমবঙ্গ।

৪৬.৯% শতাংশ মার্কস পেয়ে তালিকায় এ রাজ্যের স্থান ১১ নম্বরে।

১ নম্বরে গুজরাট। গুজরাটের প্রাপ্ত নম্বর ৭১.১৪ শতাংশ। ২ নম্বরে অন্ধ্রপ্রদেশ, প্রাপ্ত নম্বর ৭০.১২ শতাংশ।

আর্থিকভাবে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলিও এই তালিকায় অনেকটাই উপরের সারিতে।

৩ নম্বরে রয়েছে ঝাড়খণ্ড। প্রাপ্ত নম্বর ৬৩.০৯ %

৪ নম্বরে রয়েছে ছত্তিসগ়ড। প্রাপ্ত নম্বর ৬২.৪৫ %

৭ নম্বরে রয়েছে ওডিশা। প্রাপ্ত নম্বর ৫১.১২ %

যদিও রাজ্যের শিল্পমন্ত্রীর দাবি, শিল্প বান্ধব পরিবেশে এ রাজ্য প্রথম সারিতেই। কিন্তু এই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, যে সমস্ত রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের আরও উন্নতি প্রয়োজন তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ।

মূলত আটটি মাণদণ্ডের নিরীখে তৈরি হয়েছে এই তালিকা যার মধ্যে অন্যতম

কত দ্রুত জমি পাওয়া যায়
পরিকাঠামোগত সুবিধা
পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র
শ্রম আইন কতটা শিল্পবান্ধব

সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ অনেকটা পিছনের সারিতে।

আরবিআইয়ের রিপোর্ট বলছে, গত আর্থিক বছরে বিনিয়োগ টানার নিরীখে পশ্চিমবঙ্গের স্থান শেষের দিক থেকে পাঁচ নম্বরে। তারপর শিল্প বান্ধব পরিবেশ নিয়ে এই রিপোর্ট। যা স্পষ্ট করে দিচ্ছে, বেশ কয়েকটি বিদেশ সফরের পরও বদলায়নি রাজ্যের শিল্পের ছবি।

 

.