`ওয়ার্ল্ড ডায়বেটিস ডে`

সোমবার `ওয়ার্ল্ড ডায়বেটিস ডে`- উপলক্ষ্যে দেশজুড়ে ঐতিহাসিক সৌধগুলিকে সাজিয়ে তোলা হল নীল আলোয়। রাজধানী দিল্লিতে বিখ্যাত অক্ষরধাম মন্দির, ওল্ড ফোর্ট সহ একাধিক স্থান রবিবারই ঝলমলিয়ে ওঠে নীল আলোয়। এছাড়াও মুম্বই, কলকাতা, হায়দরাবাদ সহ বহু শহরে একই ব্যবস্থা করা হয়েছে।

Updated By: Nov 14, 2011, 03:35 PM IST

সোমবার 'ওয়ার্ল্ড ডায়বেটিস ডে'- উপলক্ষ্যে দেশজুড়ে ঐতিহাসিক সৌধগুলিকে সাজিয়ে তোলা হল নীল আলোয়। রাজধানী দিল্লিতে বিখ্যাত অক্ষরধাম মন্দির, ওল্ড ফোর্ট সহ একাধিক স্থান রবিবারই ঝলমলিয়ে ওঠে নীল আলোয়। এছাড়াও মুম্বই, কলকাতা, হায়দরাবাদ সহ বহু শহরে একই ব্যবস্থা করা হয়েছে। প্রায় সত্তরটি সৌধকে এভাবে নীল আলোর মালায় সাজানো হয়েছে। তাজমহলও ব্যতিক্রম নয়। আগ্রায় তাজমহলের একাংশের রঙও রবিবার নীলাভ হয়ে ওঠে। ডায়বেটিস রোগ সম্পর্কে মানুষের দৃষ্টি আকর্ষণ ও তাঁদের সচেতন করে তোলাই এর উদ্দেশ্য বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবছর আজকের দিনটি অর্থাত্‍ চোদ্দোই নভেম্বর বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ডায়বেটিস ডে পালন করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা `হু`-এর হিসেব অনুযায়ী, বিশ্বে প্রায় তিনশো ছেচল্লিশ মিলিয়ন মানুষ ডায়বেটিসে আক্রান্ত। দু হাজার তিরিশ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুনেরও বেশি হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।            

.