`প্রধানমন্ত্রীর টাইমিং ভুল রাহুল গান্ধী`
প্রধানমন্ত্রী হিসাবে রাহুলের নাম ঘোষণা করতে কী তাড়াহুড়ো করে ফেললেন মনমোহন? উত্তর হচ্ছে হ্যাঁ। এই জবাব খোদ এআইসিসি সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং। তাঁর মতে রাহুলের নাম প্রকাশ করে দেওয়া এটা সময় নয়।
প্রধানমন্ত্রী হিসাবে রাহুলের নাম ঘোষণা করতে কী তাড়াহুড়ো করে ফেললেন মনমোহন? উত্তর হচ্ছে হ্যাঁ। এই জবাব খোদ এআইসিসি সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং। তাঁর মতে রাহুলের নাম প্রকাশ করে দেওয়া এটা সময় নয়।
১০ জনপথের কাছে মানুষ হিসাবে দিল্লিতে চেনা দ্বিগ্বিজয়। ফলে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিংয়ের এই জবাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কী রাহুলের নাম মুখে আনার আগে মনমোহনকে হাইকমান্ডের সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত ছিল? দ্বিগ্বিজয় বলছেন, "নির্বাচনে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। যদিও প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলানোর ক্ষমতা রাখেন রাহুল, তাও তাঁর নাম প্রকাশে তাড়াহুড়ো করাটা ঠিক নয়।" রাহুল নিজেও এটা পছন্দ করবেন না বলে মনে করছেন সাধারণ সম্পাদক।
একদিকে যখন মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছে বিজেপি। সেক্ষেত্রে নির্বাচনী মুখ দেখানোর `টাইমিং` ঠিক করতে কংগ্রসে আবার দেরী করে ফেলবে না তো সেটাই এখন দেখার।