ত্রাণ শিবিরে ঠাণ্ডায় মরছে শিশুরা, কমেডি উৎসবে মেতেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ
মুজফফর নগর আর শামলি ত্রাণ শিবিরে ঠাণ্ডায় মরছে শিশুরা। তবে তাই বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সেই ত্রাণশিবির দর্শনের বিশেষ সময় বা উৎসাহ কোনটাই নেই। আখিলেশ এখন ব্যস্ত এটওয়ার সাইফাইতে ১৪ দিনের উৎসবে।
মুজফফর নগর আর শামলি ত্রাণ শিবিরে ঠাণ্ডায় মরছে শিশুরা। তবে তাই বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সেই ত্রাণশিবির দর্শনের বিশেষ সময় বা উৎসাহ কোনটাই নেই। আখিলেশ এখন ব্যস্ত এটওয়ার সাইফাইতে ১৪ দিনের উৎসবে।
সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব বা তাঁর পুত্র অখিলেশ, কেউই এখনও পর্যন্ত ত্রাণ শিবির গুলিতে ঠাণ্ডায় বিপর্যস্ত মানুষগুলোর কাছে গিয়ে পৌঁছাতে পারেননি। কিন্তু এসব কিছুই সাইফাইয়ের কমেডি শোয়ে মুলায়মপুত্রের অংশগ্রহণের পথে বাধা তৈরি করতে পারেনি।
অখিলেশ অবশ্য নিজের সাইফাই যাত্রার সাফাই গেয়ে রেখেছেন। বলেছেন এই মহোৎসবে যাওয়া নাকি তাঁর দলের যুগপ্রাচীন ঐতিহ্য।