এবার মাসে মাত্র ৬টি রেলের টিকিট বুক করতে পারবেন IRCTC ওয়েবসাইট থেকে
রেলের অনুমোদিত ওয়েবসাইট আইআরসিটিসি(IRCTC) থেকে মাসে মাত্র ৬ টি টিকিট বুক করতে পারবেন। টিকিট বুকিংয়ে যথেচ্ছ অপব্যবহার হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে, রেল কতৃপক্ষ।
ওয়েব ডেস্ক: রেলের অনুমোদিত ওয়েবসাইট আইআরসিটিসি(IRCTC) থেকে মাসে মাত্র ৬ টি টিকিট বুক করতে পারবেন। টিকিট বুকিংয়ে যথেচ্ছ অপব্যবহার হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে, রেল কতৃপক্ষ।
টিকিট বুকিংয়ের নতুন নিয়ম কার্যকর হবে চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি থেকে। নতুন নিয়ম অনুযায়ী IRCTC ওয়েবসাইটের একটি অ্যাকাউন্ট থেকে মাসে সর্বাধিক ৬টি টিকিট বুক করা যাবে। তত্কাল টিকিট বুক ক্ষেত্রে দিনে সর্বাধিক ২টি টিকিট বুক করা যাবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) ক্ষেত্রেও দিনে ২টি টিকিট বুক করা যাবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত।