এমন বহুরূপী প্রধানমন্ত্রী দেশ আগে দেখেনি, সেনার পোশাক পরায় মোদীকে নিশানা কংগ্রেসের
গত ৭ বছর দেশের দুর্গম এলাকায় মোতায়েন সেনা কর্মীদের সঙ্গেই দীপাবলি উজ্জাপন করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদী সেনাবাহিনীর কেউ নন। তাহলে উনি সেনার পোশাকে কেন! এবার দীপাবলিতে রাজস্থানের জয়সলমেরে সেনার পোশাক পরে দীপাবলি উজ্জাপনের কড়া সমালোচনা করল যুব কংগ্রেস।
আরও পড়ুন-আরও একটা বিজেপিশাসিত রাজ্যে আসছে লভ জিহাদ বিরোধী আইন, সাজা ৫ বছরের জেল
ना तो ये सेना के प्रमुख हैं, ना हीं अधिकारी. फिर एक असैन्य नेता का सेना की वर्दी पहनना कहां तक उचित है? pic.twitter.com/I7FRB5ZkAw
— Youth Congress (@IYC) November 16, 2020
যুব কংগ্রেসের তরফে সেনা পোশাকে থাকা মোদীর একটি ছবি টুইট করা হয়েছে। লেখা হয়েছে, সেনাকর্মীদের মর্যাদাপূর্ণ ইউনিফর্ম কোনও রাজনীতিবিদের পরা কতটা যুক্তিযুক্ত!
ওই টুইটে আরও লেখা হয়েছে, উনি সেনাপ্রধানও নন, কোনও সেনা আধিকারিকও নন। তাহলে একজন সাধারণ নাগরিকের ওই পোশাক পরার মানে কী!
উল্লেখ্য, গত ৭ বছর দেশের দুর্গম এলাকায় মোতায়েন সেনা কর্মীদের সঙ্গেই দীপাবলি উজ্জাপন করছেন প্রধানমন্ত্রী। এবার তিনি গিয়েছিলেন রাজস্থানের জয়সলমের। সেখানে সেনার পোশাকেই তিনি বক্তব্য রাখেন, ট্য়াঙ্কে চড়েন ও জওয়ানদের মিষ্টি বিতরণ করেন।
আরও পড়ুন-এ রাজ্যে বিজেপি-র মিশন ২০২১! শুরু হল ঘুঁটি সাজানোর খেলা
देश ने बहुत सारे प्रधानमंत्री देखे हैं,परन्तु पहली बार भारत को एक बहरूपिया प्रधानमंत्री मिला है।प्रधान मंत्री मौका अनुकूल रूप धारण करने में माहिर हैं।कभी चाय वाला,तो कभी 10 लाख का सूट पहनकर साहब,कभी चौकीदार,तो कभी प्रधान सेवक,कभी साधु तो कभी फौजी जवान।वाह!मोदी जी आप का जवाब नहीं। pic.twitter.com/ep0BM6ThR4
— Tariq Anwar (@itariqanwar) November 15, 2020
সোনার পোশাক পরায় সোমবার প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা তারিক আনোয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি অনুষ্টানেই নিজের রূপ বদল করেন। কখনও উনি চা-ওয়ালার রূপ ধারন করেন, কখনও দশলাখি স্যুট পরেন, কখনও চৌকিদার সাজেন, কখনওবা প্রধান সেবক। এই দেশ বহু প্রধানমন্ত্রী দেখেছে। কিন্তু এই প্রথম এরকম কোনও impersonator প্রধানমন্ত্রী দেখল দেশ।