সুর আর সন্ত্রাসের লড়াই কাশ্মীরে
রাত পোহালেই অগ্নিপরীক্ষা। সুর না কি সন্ত্রাস, শেষ পর্যন্ত কে জিতবে ভূস্বর্গে? জুবিন মেহতার কনসার্টকে ঘিরে উত্তেজনায় ফুটছে কাশ্মীর। বিভিন্ন বিচ্ছিন্নতাপন্থী সংগঠন এই অনুষ্ঠানের ঘোর বিরোধী। কনসার্টে হাজির হলে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয়েছে। তার মধ্যেই চলছে সুরের ঝর্নাধারায় উপত্যকাকে ভরিয়ে দেওয়ার প্রস্তুতি। একটা কনসার্ট। আর তাকে ঘিরেই এখন সরগরম কাশ্মীর।
রাত পোহালেই অগ্নিপরীক্ষা। সুর না কি সন্ত্রাস, শেষ পর্যন্ত কে জিতবে ভূস্বর্গে? জুবিন মেহতার কনসার্টকে ঘিরে উত্তেজনায় ফুটছে কাশ্মীর। বিভিন্ন বিচ্ছিন্নতাপন্থী সংগঠন এই অনুষ্ঠানের ঘোর বিরোধী। কনসার্টে হাজির হলে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয়েছে। তার মধ্যেই চলছে সুরের ঝর্নাধারায় উপত্যকাকে ভরিয়ে দেওয়ার প্রস্তুতি। একটা কনসার্ট। আর তাকে ঘিরেই এখন সরগরম কাশ্মীর।
কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানির মতে কাশ্মীরে ভারত শাসনের বৈধতা দিতে চাইছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কাল উপত্যকা জুড়ে বনধের ডাক দিয়েছে গিলানি। মধ্যপন্থী হুরিয়ত নেতা মির ওয়াইজ ওমর ফারুকের মতে, এই টাকা উপত্যকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য খাতে খরচ করা উচিত।
নাগরিক সমাদজের একাংশও এই কনসার্টের বিরোধিতায় সরব হয়েছে। যদিও যুবিনের কনসার্টের পক্ষে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, ``প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থাকতেই পারে। কিন্তু মিউজিক আমাদের সংস্কৃতি।"