নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অসহিষ্ণুতা প্রসঙ্গে বিস্ফোরক অর্মত্য সেন!
নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিস্ফোরক অর্মত্য সেন। অসহিষ্ণুতা প্রসঙ্গে টেনে এনে ফের মোদী সরকারকে বিঁধলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ধর্মের নামে বিভেদ তৈরি করছে বিজেপি সরকার। নেতাজি সুভাষচন্দ্রের ১১৯তম জন্ম জয়ন্তী। প্রতিবারের মতোই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেতাজী ভবনে। বসু পরিবারের সদস্যরা ছাড়াও হাজির অর্মত্য সেন, শর্মিলা ঠাকুররা। উপস্থিত নেতাজির জীবনীকার লিওনার্ড গর্ডনও। আচমকাই বিস্ফোরক অর্থনীতিবিদ অর্মত্য সেন। নেতাজির ধর্ম নিরপেক্ষতার আর্দশকে টেনে অসহিষ্ণুতা বিতর্কে নিয়ে বিঁধলেন বিজেপি সরকারকে।
ওয়েব ডেস্ক: নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিস্ফোরক অর্মত্য সেন। অসহিষ্ণুতা প্রসঙ্গে টেনে এনে ফের মোদী সরকারকে বিঁধলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ধর্মের নামে বিভেদ তৈরি করছে বিজেপি সরকার। নেতাজি সুভাষচন্দ্রের ১১৯তম জন্ম জয়ন্তী। প্রতিবারের মতোই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেতাজী ভবনে। বসু পরিবারের সদস্যরা ছাড়াও হাজির অর্মত্য সেন, শর্মিলা ঠাকুররা। উপস্থিত নেতাজির জীবনীকার লিওনার্ড গর্ডনও। আচমকাই বিস্ফোরক অর্থনীতিবিদ অর্মত্য সেন। নেতাজির ধর্ম নিরপেক্ষতার আর্দশকে টেনে অসহিষ্ণুতা বিতর্কে নিয়ে বিঁধলেন বিজেপি সরকারকে।
নোবেলজয়ী অর্থনীতিবিদের অভিযোগ,অসহিষ্ণুতা আদতে সরকারের পরিকল্পিত রাজনৈতিক এজেন্ডা। নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে, অভিযোগ করলেন জীবনীকার লিওনার্ড গর্ডন। নেতাজির প্রিয় গানের সংকলনের একটি সিডি এদিন প্রকাশ করা হয়। বর্মার জেলে থাকাকালীন নিজের প্রিয় গান ডায়েরিতে লিখে রাখতেন নেতাজী । এমনই ১৫টি গান উদ্ধার করে অডিও সিডি করা হয়েছে। ১১৯তম জন্মজয়ন্তীতে সেই সিডি প্রকাশিত হল।