আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন রবিচন্দ্রন অশ্বিন
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন। এর আগে দুহাজার চার সালে রাহুল দ্রাবিড় আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন। আর দুহাজার দশ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার অশ্বিন পাচ্ছেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। এর পাশাপাশি এবছর আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও পড়ুন- এত রান করেও আইসিসির টেস্ট দলে ঠাই হল না বিরাটের
ব্যুরো: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন। এর আগে দুহাজার চার সালে রাহুল দ্রাবিড় আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন। আর দুহাজার দশ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার অশ্বিন পাচ্ছেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। এর পাশাপাশি এবছর আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও পড়ুন- এত রান করেও আইসিসির টেস্ট দলে ঠাই হল না বিরাটের
ICC Cricketer of the Year @ashwinravi99 says thanks after winning the Sir Garfield Sobers Trophy and Test Cricketer of the Year #ICCAwards pic.twitter.com/B3eW9ZIEZs
— ICC (@ICC) December 22, 2016
এই মূহুর্তে আইসিসির বোলারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের অফস্পিনার। দুহাজার পনেরোর চোদ্দই সেপ্টেম্বর থেকে দুহাজার ষোলর বিশে সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অশ্বিন। এই সময়ের মধ্যে আট টেস্টে আটচল্লিশটি উইকেট পেয়েছেন তিনি। তিনটি একদিনের ম্যাচে তিনটি উইকেট ঢুকেছিল তার ঝুলিতে। আর টি-টোয়েন্টিতে আঠেরো ম্যাচে পঁচিশ উইকেট পেয়েছিলেন।