আইসিসির বৈঠকে প্রতিনিধি হিসেবে রাজীব শুক্লার নাম ভেবেও পিছিয়ে আসল বিসিসিআই
ওয়েব ডেস্ক: আইসিসির বৈঠকে প্রতিনিধি হিসেবে রাজীব শুক্লার নাম ভেবেও পিছিয়ে আসল বিসিসিআই। উল্টে বিতাড়িত তিন কর্তা এন শ্রীনিবাসন,অনুরাগ ঠাকুর ও অজয় শিরকের নাম প্রস্তাব করতে পারে বোর্ড। বোর্ড সূত্রে খবর রবিবার টেলিকনফারেন্সে নিজেদের মধ্যে বৈঠক সারেন কর্তারা । তাতেই ঠিক হয় সুপ্রিম কোর্টের কাছে আইসিসির প্রতিনিধি হিসেবে এই তিন কর্তার নাম প্রস্তাব করবে তারা। তাতে সর্বোচ্চ আদালত আপত্তি করাটাই স্বাভাবিক। এরপরই আস্তিন থেকে অমিতাভ চৌধুরী ও অনিরুদ্ধ চৌধুরীর মধ্যে যেকোনও একজনের নাম প্রস্তাব করা হবে।
আরও পড়ুন নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ রানে জয় ভারতের
প্রাথমিকভাবে আইসিসির বৈঠকের প্রতিনিধি হিসেবে এই দুই কর্তার সঙ্গে রাজীব শুক্লাকে ভেবেও হঠাত কেন এই বিচিত্র পরিকল্পনা? বুঝে উঠতে পারছেন না অনেক বোর্ড কর্তাই। তাদের ধারনা নিজেদের স্ট্র্যাটেজি বুঝতে না দিতেই এমন পরিকল্পনা নিয়েছেন শ্রীনিবাসনরা। এদিকে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় প্রশাসক বসিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকেও প্রশাসকের নাম চেয়েছে সর্বোচ্চ আদালত। শোনা যাচ্ছে সুনীল গাভাসকরের নাম প্রস্তাব করতে পারে বিসিসিআই।
আরও পড়ুন ৩৫ বছর বয়সে নাদালকে ফিকে করে রূপকথা লিখলেন ফেডেরার