আরও আরও গরম! আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কা

এক-একটা করে দিন এগোচ্ছে, সঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বাতাসে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। কবে বৃষ্টি নামবে? হাপিত্যেশ করে বসে শহরবাসী। একই দশা জেলাগুলিরও। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাসেও আশঙ্কার বাণী।

Updated By: May 21, 2017, 09:59 AM IST
  আরও আরও গরম! আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কা

ওয়েব ডেস্ক : এক-একটা করে দিন এগোচ্ছে, সঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বাতাসে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। কবে বৃষ্টি নামবে? হাপিত্যেশ করে বসে শহরবাসী। একই দশা জেলাগুলিরও। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাসেও আশঙ্কার বাণী।

অস্বস্তির গরম আরও বাড়বে। আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম হাওয়া ঢুকছে। ফলে তার ছোঁয়া লাগবে কলকাতাতেও। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। 

আরও পড়ুন, রাতের শহরে ফের বেপরোয়া গতি, মুখোমুখি সংঘর্ষ ২টি গাড়ির

.