নবান্নে ১০০% হাজিরা কর্মীদের, নির্দেশিকা মেনেই বনধের দিনও স্বাভাবিক ছন্দে সরকারি দফতর

Nov 26, 2020, 15:16 PM IST
1/5

বৃহস্পতিবার দেশের ট্রেড ইউনিয়নগুলির ডাকা বনধের দাবিগুলির প্রতি রাজ্য সরকারের সমর্থন রয়েছে। কিন্তু বনধের বিরুদ্ধে রাজ্য। তাই আগামিকাল রাজ্যের সব সরকারি অফিস খোলা রাখছে রাজ্য সরকার। কর্মীদের আসতে হবে অফিসে। আর সেই মতো বৃহস্পতিবার বনধ উপেক্ষা করেই কর্মীদের ১০০% হাজিরা ছিল নবান্নে।   

2/5

শুধু নবান্নেই নয়, সমস্ত সরকারি দফতরেই অন্যান্য দিনের মতোই উপস্থিত ছিলেন কর্মীরা।  

3/5

দুপুর ১২টার মধ্য়েই সকলে পৌঁছে গিয়েছেন। কাজই হয়েছে স্বাভাবিকভাবেই।   

4/5

গতকালই নবান্ন-য় রাজ্য অর্থ দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, বৃহস্পতিবার অফিস না এলে বেতন কাটা যাবে। কাটা যাবে ছুটিও।  

5/5

ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে সরকার বনধের পরিপন্থী। তাই বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি ও আধা সরকারি দফতর খোলা থাকবে। এদিন কোনও ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না। প্রথম অর্ধ বা দ্বিতীয় অর্ধে ছুটি নেওয়া যাবে না। এই দিন অফিস করার জন্য অন্য কোনও দিন ছুটি দেওয়া হবে না।