জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ১০ হাজার আধা সামরিক বাহিনী
Aug 20, 2020, 10:32 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ৩৭০ ধারা বিলোপের পর কেটে গিয়েছে ১ বছর। আসতে আসতে অনেকটাই স্বাভাবিক হয়েছে উপত্যকার জীবনযাপন। তাই ১০ হাজার আধা সামরিক বাহিনীকে জম্মু এবং কাশ্মীর থেকে সরিয়ে নিচ্ছে কেন্দ্র।
2/5
জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা বিলোপের পর পরিস্থিতি সামলাতে সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টিকে খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে এসেছে।
photos
TRENDING NOW
3/5
নির্দেশে বলা হয়েছে ১০০ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সকে(CAPF) জম্মু ও কাশ্মীর থেকে সরিয়ে নিয়ে আগের জায়গায় পাঠানো হবে।
4/5
এই ১০০ কোম্পানির মধ্যে ৪০ কোম্পানি সিআরপিএফ,২০ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ২০ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ২০ কোম্পানি স্বরাষ্ট্র সীমা বল রয়েছে। প্রত্যেকেই জম্মু ও কাশ্মীর যাওয়ার আগে যেখানে মোতায়েন ছিল সেখানে ফিরে যাবে।
5/5
মে মাসেই স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু ও কাশ্মীর থেকে ১০ কোম্পানি CAPF সরিয়ে নিয়েছিল। তবে উপত্যকায় এখনও মোতায়েন থাকছে বড় অঙ্কের সেনা। শুধুমাত্র সিআরপিএফেরই ৬০ ব্যাটিলিয়ন থাকছে কাশ্মীরে। এছাড়াও অন্য আধা সামরিক বাহিনীও উপত্যকায় মোতায়েন থাকবে।