'এয়ারটেলের টাওয়ার বসালে ২৫ লাখ টাকা ও চাকরি!' পুরোটাই ধাপ্পাবাজি, চক্রে জড়িয়ে প্রভাবশালীরাও

Oct 06, 2020, 11:22 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। মোট ১৩ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিস।

2/7

সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ঝাঁ চকচকে সেক্টর ফাইভে ইসিপিএস থানার পাশেই রীতিমতো অফিস খুলে চলছিল এই প্রতারণার ব্যবসা। 

3/7

অভিযোগ, এয়ারটেলের টাওয়ার বসানোর নাম করে বিভিন্ন লোককে ফোন করত অভিযুক্তরা। টাওয়ার বসালে ২৫ লক্ষ টাকা ও চাকরির অফার দেওয়া হত। 

4/7

যে বা যাঁরাই এই ফাঁদে পা দিয়ে প্রস্তাবে রাজি হয়ে হত, তারপরই শুরু হত আসল খেল! বিভিন্ন কাজের প্রসেসিং ফি-এর নাম করে ও অন্যান্য পদ্ধতিতে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা। 

5/7

ইতিমধ্যেই এভাবে লক্ষাধিক টাকা প্রতারণা করেছে অভিযুক্তরা। তদন্তে নেমে লক্ষাধিক প্রতারকের নাম পেয়েছে পুলিস। অভিযোগ, বিভিন্ন নামী ইনসিওরেন্স কোম্পানির নাম করেও প্রতারণা করা হত। 

6/7

ভুয়ো এই কোম্পানিতে মোট ১২০ জন কাজ করত। এর পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও পুলিসের হাতে এসেছে।

7/7

তদন্তে নেমে পুলিস ওই ভুয়ো অফিস থেকে ৭০টি মোবাইল ফোন, ৩০টি ল্যান্ডফোন, ৩টি ল্যাপটপ,  ২টি কম্পিউটার, ৫০টির মত সিল প্যাক করা অবস্থায় সিমকার্ড ও নগদ দেড়লক্ষ টাকা উদ্ধার করেছে। এমনকি একটি স্ক্রিপ্টও উদ্ধার হয়েছে, যা দেখে প্রতারণা করা হত৷