গত পাঁচ বছরে ভাঙল ৩টি, উড়ালপুল আতঙ্কে শহরবাসী

Sep 05, 2018, 22:48 PM IST
1/11

উড়ালপুল আতঙ্ক

fly_11

উল্টোডাঙা, পোস্তার পর এবার মাঝেরহাট। গত পাঁচ বছরে তিন তিনবার ফ্লাইওভার ভাঙার সাক্ষী মহানগরী। প্রতিটি দুর্ঘটনার পরই  ফ্লাইওভার আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষকে।

2/11

উড়ালপুল আতঙ্ক

fly_10

জনসংখ্যা বাড়ছে। বাড়ছে গাড়ির সংখ্যাও। কল্লোলিনী কলকাতার পথ বড় সীমিত। তাই সময়ের দাবি মেনেই শহর জুড়ে তৈরি হয়েছে ফ্লাইওভার। 

3/11

উড়ালপুল আতঙ্ক

fly_9

একের পর এক ব্রিজ শহরের গতি যেমন বাড়িয়েছে, তেমনই সুন্দরও করেছে সিটি অফ জয়কে। অথচ বারবার সেই সৌন্দর্যেই ধাক্কা লাগছে। ফ্লাইওভারের  আতঙ্ক গ্রাস করছে বারবার।

4/11

উড়ালপুল আতঙ্ক

fly_8

শেষ পাঁচ বছরে এ নিয়ে তিনবার ফ্লাইওভার বিপর্যয়। প্রতিবারই আতঙ্ক জাপটে ধরছে শহরবাসীকে।

5/11

৪ মার্চ, ২০১৩

fly_7

উল্টোডাঙায় ভেঙে পড়ে সদ্য তৈরি হওয়া ফ্লাইওভার

6/11

উড়ালপুল আতঙ্ক

fly_6

 মাত্র দুবছর বয়সের ফ্লাইওভার ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ভোরবেলা বলে প্রাণ বাঁচে অনেক মানুষের। একটি লরি নিচে পড়ে যায়। তবে কারোর মৃত্যু হয়নি।

7/11

৩১ মার্চ, ২০১৬

fly_5

পোস্তায় ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল

8/11

উড়ালপুল আতঙ্ক

fly_4

গোটা বাংলার অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে দেখা হয় পোস্তার বিবেকানন্দ উড়ালপুর ভেঙে পড়ার ঘটনা। ২০১৬-র একত্রিশে মার্চ। সিসিটিভি-র এই ফুটেজ দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। 

9/11

উড়ালপুল আতঙ্ক

fly_3

নির্মীয়মাণ ফ্লাইওভার দিনের ব্যস্ত সময়ে ভেঙে পড়ে। সরকারি হিসেবে মৃত্যু হয় ২৭ জনের। কিন্তু ভয়াবহতা ও আতঙ্ক গ্রাস করে গোটা শহরকেই। যার রেশ সহজে ভোলার নয়।

10/11

৪ সেপ্টেম্বর, ২০১৮

fly_2

ভেঙে পড়ল মাঝেরহাট ফ্লাইওভার

11/11

উড়ালপুল আতঙ্ক

fly_1

ফের আবারও এক ফ্লাইওভার দুর্ঘটনা। আবারও মৃত্যুর ছবি, আবারও শিউরে ওঠা দৃশ্য। কেন? কীভাবে, এসব প্রশ্নের উত্তর খোঁজা ও তার ময়নাতদন্ত চলবে। আর একইসঙ্গে চলবে আতঙ্কের ফ্লাইওভার যাত্রাও।