রাহুলের সামনে 'হর হর মহাদেব' স্লোগান দেওয়ায় সাসপেন্ড ৫ কংগ্রেস কর্মী

Oct 02, 2018, 14:12 PM IST
1/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_8

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছ্ত্তীসগঢ়ের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে জেতাতে মরিয়া রাহুল গান্ধী। গুজরাট নির্বাচন থেকে যে  'নরম হিন্দুত্বে'র কৌশল নিয়েছেন, সেই পথেই হাঁটছেন কংগ্রেস সভাপতি। 

2/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_7

সদ্য ঘুরে এসেছেন কৈলাস মানসরোবর। সেখানে থেকে ছবি টুইট করে মন্তব্য করেছেন, শিবই ব্রহ্মাণ্ড। সেই রাহুল গান্ধীর সামনেই 'হর হর মহাদেব' বলায় সাসপেন্ড করা হল কংগ্রেস কর্মীদের। 

3/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_6

গুজরাটে নির্বাচনী প্রচারে নিজেকে শিবভক্ত বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী। সোমনাথ মন্দিরে তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেওয়ার পর রাহুলকে পৈতেধারী হিন্দু বলে দাবি করেছিল কংগ্রেস।  

4/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_5

কর্ণাটকে বিধানসভা ভোট মেটার পর কৈলাস মানসরোবর যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে দেবদর্শনে যানও। টুইটারে ছবিও পোস্ট করেছেন।  

5/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_4

কৈলাস থেকে ফিরে আসার পর নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠিতে শিবভক্তদের সভায় হাজির হন রাহুল। পরে মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পুজোও দেন রাহুল গান্ধী। সভায় ওঠে, 'হর হর ব্যোম' ব্যোম জয়ধ্বনি।

6/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_3

দিন কয়েক আগে রাহুল গান্ধীর এলাহাবাদ সফরেও উঠেছে 'হর হর মহাদেব' ও 'ব্যোম ব্যোম ভোলে' জয়ধ্বনি। তবে তা শুনে খুশি হননি কংগ্রেস নেতৃত্ব। পাঁচ কর্মীকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।  

7/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_2

পাঁচ সাসপেন্ড কর্মীর মধ্যে ছিলেন হাসিব আহমেদ। তাঁর কথায়, ''রাহুলজি আসার পর বম বম ভোলে ও হর হর মহাদেব জয়ধ্বনিতে তাঁকে স্বাগত জানিয়েছিলাম। পরে জানতে পারি, জেলার কংগ্রেস নেতা অনিল দ্বিবেদীর এটা পছন্ হয়নি। তিনি সাসপেন্ড করেন আমাদের। মনে হচ্ছে, দ্বিবেদী নেতার সঙ্গে আইসিস বা মাওবাদীদের যোগ রয়েছে''। 

8/8

'হর হর মহাদেব' স্লোগান দিয়ে সাসপেন্ড

rahul_1

জানা গিয়েছে, দলীয় অনুশাসন ভাঙার কারণে পাঁচ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের সদস্যপদ খারিজ করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি রাজবব্বরের কাছে চিঠি পাঠিয়েছে এলাহাবাদের কংগ্রেস নেতৃত্ব।