পাথর হয়ে যেতে শুরু করেছে শিশুর দেহ, নিতে পারছে না ইনজেকশন-ভ্যাকসিন

Jul 04, 2021, 14:30 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বিরল অসুখ, পাথর হয়ে গল পাঁচ মাসের শিশু। জানা গিয়েছে, জিনগত সমস্যা রয়েছে ওই শিশুর।  শিশুটি ব্রিটেনের বাসিন্দা। সে ক্রমশ পাথরে পরিণত হচ্ছে বলে জানিয়েছে মা-বাবা। 

2/5

৩১ জানুয়ারি জন্ম হয় Lexi Robins-র। আর পাঁচটা সাধারণ সদ্যোজাত-র মতই ছিল তার শরীরের গড়ন। স্বাস্থ্যও স্বাভাবিক ছিল। কিন্তু তার পায়ের বুড়ো আঙুল নাড়াতে পারছিল না। পাশাপাশি তার পায়ের সামনের আঙুলটি স্বাভাবিকের তুলনায় বড়। 

3/5

সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে  যান তাঁরা। জানা যায়, ওই সদ্যোজাত শিশু Fibrodysplasia Ossificans Progressiva (FOP)-তে আক্রান্ত। যাতে ২০ লক্ষের মধ্যে মাত্র একজন আক্রান্ত হন। 

4/5

এপ্রিল মাসেই X-ray করা হয়। জানা গিয়েছে, এই অসুখের কারণে হাড়ের গঠন শক্ত হয়ে স্থির হয়ে যায়। নড়াচড়া করতে পারে না। চিকিৎসা পদ্ধতিতে পেশি এবং টিস্যুর পরিবর্তন করতে হবে। লিগামেন্টের চিকিৎসার প্রয়োজন। 

5/5

এই রোগে শরীর পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়। এই অবস্থায় ইনজেকশন, ভ্যাকসিন নিতে পারছে না শিশুটি।