Kolkata: বড় মাপের বিপদের মুখে কলকাতা! ক্রমশ গতিপথ বদল করছে গঙ্গা, আর ভাঙনের করাল গ্রাসে ডুবছে শহর...

Kolkata Ganga Landslide: নদীর ক্রমাগত গতিপ্রকৃতির বদল চিন্তা বাড়াচ্ছে পুরসভার। এই অবস্থায় ভাঙন ঠেকাতে নারকেল গাছ, আর ম্যানগ্রোভেই ভরসা রাখছে বন্দর।

| Dec 18, 2024, 18:04 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাঙন-আতঙ্ক প্রতিদিন বাড়ছে কলকাতায়। কলকাতায় হুগলি নদীর ভাঙন চিন্তায় রাখছে পুরসভাকে। ভাঙন আটকাতে তাদের কথা চলছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ সংস্থা দিয়ে সমীক্ষাও করেছে বন্দর। কিন্তু নদীর ক্রমাগত গতিপ্রকৃতির বদল চিন্তা বাড়াচ্ছে পুরসভার। এই অবস্থায় ভাঙন ঠেকাতে নারকেল গাছ, আর ম্যানগ্রোভেই ভরসা রাখছে বন্দর।

1/6

ভাঙনের ভ্রুকুটি

গতিপথ বদলাচ্ছে কলকাতার গঙ্গা। সেই কারণে ভাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে। 

2/6

বেলুড়ে পলি

হাও়ড়ার বেলুড়ের দিকটায় অনেক পরিমাণে পলি পড়ে যাচ্ছে, ফলে গঙ্গা বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে। এটা খুবই বিপজ্জনক হচ্ছে বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা।

3/6

গতিপথবদল

কলকাতা থেকে ফলতা পর্যন্ত গঙ্গা নদী নিজের গতিপথ বদল করছে। ওপারে পলি পড়ে এ পারে গতিপথ বদল হচ্ছে। 

4/6

নারকেল গাছ, ম্যানগ্রোভও

আর সেই ভাঙনের মোকাবিলা করতেই কলকাতার নদীতীরে নারকেল গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় সাড়ে চারশো নারকেল গাছ বসানো হবে। ভাঙন রুখতে ম্যানগ্রোভও বসানো হচ্ছে।

5/6

উদ্বিগ্ন কলকাতা পুরসভা

কলকাতায় নদীভাঙনের প্রবণতা ভাবাচ্ছে কলকাতা পুরসভাকে। ইতিমধ্যে নদীভাঙন রুখতে কলকাতা বন্দর কর্ত়ৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, এই ভাঙনের মোকাবিলা করতে নিজেদের মতো করেও উদ্যোগী হচ্ছে পুরসভা। তাই উত্তর থেকে দক্ষিণ ভরসা সেই নারকেল গাছ আর ম্যানগ্রোভ।

6/6

কেন্দ্র 'কালা'?

কলকাতার মেয়র বলছেন, কেন্দ্র 'কালা' হয়ে বসে আছে। তাই শহরের অস্তিত্ব বাঁচাতে তাঁরা নিজেরাই উদ্যোগ নিচ্ছেন। উত্তর কলকাতার বাজে কদমতলা ঘাটের বাঁ দিক থেকে সোজা প্রিন্সেপ ঘাট-সংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নীচ পর্যন্ত গঙ্গাতীরবর্তী অংশে নারকেল গাছ বসানোর কাজ চলছে।