আমেরিকা-ব্রাজিল-রাশিয়ার পরেই ভারত, ফের দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৫০৭ জনের মৃত্যু

Jul 01, 2020, 12:11 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় দেশে কোভিডের মৃত্যু ৫০৭। যা এপর্যন্ত একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী করোনার কবলে সারা ভারতে এপর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৪০০ জন।  

2/5

দেশে এই মুহুর্তে সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ২০ হাজার ১১৪ জন। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩লক্ষ ৪৭ হাজার ৯৭৮ জন। দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৯.৪৩ শতাংশ।

3/5

৩০ জুন পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৮৮ লক্ষ ২৬ হাজার ৫৮৫ জনের। শুধুমাত্র ৩০ জুনই করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৯৩১ জনের।

4/5

দেশে করোনায় সবচেয়ে বেহাল অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত  ১ লক্ষ ৭৪ হাজার ৭৬১। মোট প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৮৫৫ জন। এরপরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ু। সেরাজ্যে করোনা আক্রান্ত ৯০ হাজার ১৬৭। মোট নোভেলের বলি ১ হাজার ২০১। এরপরেই স্থান রাজধানীর। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ৮৭ হাজার ৩৬০। মোট মৃত ২ হাজার ৭৪২।

5/5

সারা বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি ৫ লক্ষ ছাড়িয়েছে। মোট মৃত্যু ৫ লক্ষ ছাড়িয়েছে। আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই করোনায় সবচেয়ে বিধ্বস্ত ভারত।