1/8
2/8
পুশকিন অবশ্য শুধু কবিই নন। তিনি একজন বিশিষ্ট নাট্যকার। তাঁর সব চেয়ে বিখ্যাত নাটক 'বোরিস গোদুনোভ'। বিশ্ব সাহিত্যে এক বিরল সৃষ্টি তাঁর কাব্যিক উপন্যাস 'ইউজিন ওনেজিন'। পুশকিনের সাহিত্য রাশিয়ান সুরকারদের জন্য নতুন ভাবনার দরজা খুলে দিয়েছিল। চাইকোভস্কির অপেরা 'ইউজিন ওনেজিন' (১৮৭৯) এবং'দ্য কুইন অফ স্পেডস' এক অনন্য সাঙ্গীতিক সৃষ্টি।
photos
TRENDING NOW
3/8
১৮৩৬ সাল পুশকিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এ সময়েই তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ ছাড়াও তাঁর স্ত্রী অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত, এমন গুজবের সম্মুখীন হন। ৪ নভেম্বর তিনি জর্জ দান্তেসকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। ৭ জানুয়ারি ব্ল্যাক নদীতে দান্তেসের সঙ্গে পুশকিনের দ্বন্দ্বযুদ্ধ হয়। দান্তেস প্রথমে গুলি চালিয়ে পুশকিনকে আহত করেন; গুলি তাঁর কোমরে প্রবেশ করে এবং পেটে আঘাত হানে। ক'দিন পরে ২৯ জানুয়ারি পুশকিন মারা যান।
4/8
5/8
6/8
7/8
8/8
photos