অনলাইনে জুতো কিনছেন? এই বিষয়গুলি দেখে নিতে ভুলবেন না

| Mar 17, 2019, 15:30 PM IST
1/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

অনলাইনে জুতো কেনার ক্ষেত্রে যেহেতু নিজের পায়ে পরে দেখার সুযোগ নেই, তাই যে ব্র্যান্ডের জুতো কিনছেন তার মাপ সংক্রান্ত নির্দেশিকা দেখে নিজের পায়ের মাপ বুঝে সঠিক সাইজ বেছে নিন।

2/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

অনলাইনে জুতো কেনার আগে ওই ওয়েবসাইট বা ওই নির্দিষ্ট ব্র্যান্ডের ‘রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি’ ভাল করে দেখে তবেই অর্ডার দিন বা পেমেন্ট করুন।

3/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

অনলাইনে জুতো কেনার আগে ‘প্রডাক্ট স্পেসিফিকেশন’ ভাল করে পড়ে দেখুন। যে জুতোটি কিনবেন সেটির সম্পর্কে ভাল করে দেখে তবেই অর্ডার দিন।

4/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

অনলাইনে জুতো কেনার সময় সেটি যেহেতু না দেখে বা না পরেই কিনছেন, তাই নিজের স্টাইল আর আরামের কথাটাও মাথায় রেখে তবেই জুতো নির্বাচন করুন।

5/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

যদি কোনও নতুন ব্র্যান্ডের জুতো কেনেন তাহলে খুব সস্তায় পেলেও একসঙ্গে একজোড়ার বেশি জুতো অর্ডার করবেন না। প্রথমে একজোড়া কিনে পরে দেখুন। জুতোর গুণমান আর মাপ ঠিক আছে কিনা বা সেটি কতটা আরামদায়ক তা দেখে নিন।

6/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

ডেলিভারি দেওয়ার পর জুতো ফেলে না রেখে সঙ্গে সঙ্গে পরে দেখুন। যদি জুতোর গুণমান আর মাপ ঠিক না হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি ফেরত দিতে সুবিধা হবে।

7/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

প্রথমেই জুতো পরে বাইরে বেরিয়ে না গিয়ে বাড়িতেই সেটি পরে কিছু ক্ষণ হেঁটে দেখুন। যদি ঠিকঠাক না মনে হয় সে ক্ষেত্রে জুতো জোড়া বদলে নিতে বা ফেরত দিতে সুবিধা হবে। জুতো পরে বাইরে হেঁটে আসার পর সেটির সোল ময়লা বা নষ্ট হয়ে গেলে ফেরত দিতে সমস্যা হতে পারে।

8/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

অনলাইনে জুতো কেনার আগে ওই ব্র্যান্ডের প্রডাক্ট সম্পর্কে ‘কাস্টমার রিভিউ অ্যান্ড রেটিং’ ভাল ভাবে পড়ে নিন।

9/9

জুতো কেনার আগে

জুতো কেনার আগে

অনলাইনে জুতো কেনার আগে যদি কোনও ওয়েবসাইটের পেমেন্ট প্রক্রিয়া নিয়ে কোনও রকম সন্দেহ হয়, সে ক্ষেত্রে সরাসরি নির্দিষ্ট ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করুন।