Katwa: এবার কি বিল্পুতির পথে ডলফিন? ফের গঙ্গায় ভেসে এল মৃত শুশুক...

Oceanic dolphins: গঙ্গা দূষণের প্রভাবে এই ডলফিনগুলি মারা যাচ্ছে। বনদফতর-সহ সংশ্লিষ্ট বিভাগগুলি মিলিত প্রয়াস করে এই ডলফিন মৃত্যু রুখতে চেষ্টা করুক এমনটাই দাবি জানালেন এক স্থানীয় বাসিন্দা। 

Dec 18, 2024, 16:25 PM IST
1/6

মৃত ডলফিন উদ্ধার

সন্দীপ ঘোষ চৌধুরী: আবারও একবার মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার হল কাটোয়ার গঙ্গারঘাটে। এক সপ্তাহ আগেই কাটোয়ার কাশীগঞ্জপারা ঘাটে একটি মৃত ডলফিন উদ্ধার করেছিল স্থানীয়রা। এবার আবার কাটোয়ার গোয়ালপাড়া ঘাটের কাছে একটি মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার করল স্থানীয়রা। 

2/6

মৃত ডলফিন উদ্ধার

স্থানীয় কিছু যুবক ওই মৃত ডলফিনটি ভেসে যেতে দেখে এবং তারপর তারা খবর দেয় কাটোয়া বনদফতরে। কাটোয়া বনদফতরের এক কর্মী বলেন, এখনও পর্যন্ত এই ডলফিন মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও তাদের প্রাথমিক অনুমান গঙ্গায় জাল পাতায় সেই জালে আটকে এই গাঙ্গেয় ডলফিনগুলি মারা যাচ্ছে। 

3/6

মৃত ডলফিন উদ্ধার

গঙ্গা দূষণের প্রভাবে এই ডলফিনগুলি মারা যাচ্ছে। বনদফতর-সহ সংশ্লিষ্ট বিভাগগুলি মিলিত প্রয়াস করে এই ডলফিন মৃত্যু রুখতে চেষ্টা করুক এমনটাই দাবি জানালেন এক স্থানীয় বাসিন্দা। প্রায় বিলুপ্ত হতে চলেছে গাঙ্গেয় ডলফিন। এর আগেও একাধিকবার মৃত ডলফিন হাতে এসেছে স্থানীয়দের। 

4/6

মৃত ডলফিন উদ্ধার

সরকারের গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে এই কাটোয়ায় কিন্তু তাও সচেতনতার অভাবে প্রায়শই মৃত ডলফিন উদ্ধার করেন স্থানীয়রা। ফারাক্কা থেকে কোলাঘাট পর্যন্ত আনুমানিক ১৮৫ থেকে ১৯০ টি গাঙ্গেয় ডলফিন লক্ষ্য করা গিয়েছে।   

5/6

মৃত ডলফিন উদ্ধার

তার মধ্যে কাটোয়া সংলগ্ন গঙ্গায় এর উপস্থিতি সব থেকে বেশি। যার সংখ্যা প্রায় ৪৬ টি। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাবে এই গাঙ্গেয় ডলফিন আজ বিলুপ্তির পথে। অনেক সময় খাবারের সন্ধানে এরা মাঝিদের জাল থেকে মাছ খেতে যায় এবং বেশিরভাগ সময় তখনই জালে আটকে গিয়ে মারা পড়ে। যার ফলে ক্রমশ বিলুপ্ত হয়ে যেতে বসেছে এই গাঙ্গেয় ডলফিন। 

6/6

মৃত ডলফিন উদ্ধার

গঙ্গার ইকোসিস্টেমকে ঠিক রাখতে এই শুশুকের যথেষ্ট ভূমিকা রয়েছে যদি এই গাঙ্গেয় ডলফিন বিলুপ্ত হয়ে যায় তাহলে গঙ্গার ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে বলে জানান বন্যপ্রাণ বিশেষজ্ঞ গনেশ চৌধুরী। জানা যায় বুধবার কাটোয়ার গোয়ালপারা ঘাটের কাছে উদ্ধার হওয়া ওই মৃত ডলফিনটির দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া পশু হাসপাতালে পাঠানো হয়।