Katwa: এবার কি বিল্পুতির পথে ডলফিন? ফের গঙ্গায় ভেসে এল মৃত শুশুক...
Oceanic dolphins: গঙ্গা দূষণের প্রভাবে এই ডলফিনগুলি মারা যাচ্ছে। বনদফতর-সহ সংশ্লিষ্ট বিভাগগুলি মিলিত প্রয়াস করে এই ডলফিন মৃত্যু রুখতে চেষ্টা করুক এমনটাই দাবি জানালেন এক স্থানীয় বাসিন্দা।
1/6
মৃত ডলফিন উদ্ধার
2/6
মৃত ডলফিন উদ্ধার
photos
TRENDING NOW
3/6
মৃত ডলফিন উদ্ধার
4/6
মৃত ডলফিন উদ্ধার
5/6
মৃত ডলফিন উদ্ধার
তার মধ্যে কাটোয়া সংলগ্ন গঙ্গায় এর উপস্থিতি সব থেকে বেশি। যার সংখ্যা প্রায় ৪৬ টি। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাবে এই গাঙ্গেয় ডলফিন আজ বিলুপ্তির পথে। অনেক সময় খাবারের সন্ধানে এরা মাঝিদের জাল থেকে মাছ খেতে যায় এবং বেশিরভাগ সময় তখনই জালে আটকে গিয়ে মারা পড়ে। যার ফলে ক্রমশ বিলুপ্ত হয়ে যেতে বসেছে এই গাঙ্গেয় ডলফিন।
6/6
মৃত ডলফিন উদ্ধার
গঙ্গার ইকোসিস্টেমকে ঠিক রাখতে এই শুশুকের যথেষ্ট ভূমিকা রয়েছে যদি এই গাঙ্গেয় ডলফিন বিলুপ্ত হয়ে যায় তাহলে গঙ্গার ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে বলে জানান বন্যপ্রাণ বিশেষজ্ঞ গনেশ চৌধুরী। জানা যায় বুধবার কাটোয়ার গোয়ালপারা ঘাটের কাছে উদ্ধার হওয়া ওই মৃত ডলফিনটির দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া পশু হাসপাতালে পাঠানো হয়।
photos