Metro Service to Chuchura: ক্রিসমাসের উপহার? এবার সেন্ট্রাল থেকে চেপেই সোজা পৌঁছবেন চুঁচুড়া-চন্দনগর-ব্যারাকপুর...
Kolkata Metro Service to Extend up to Chuchura: কলকাতা মেট্রো অতি বিশিষ্ট। সবচেয়ে বড় কথা, কলকাতা মেট্রো এ দেশের আদি নেটওয়ার্ক। ১৯৮৪ সালে এর যাত্রা শুরু। এর চারটি ভাগ-- ব্লু লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ১ ও ২ এবং পার্পল লাইন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা মেট্রো অতি বিশিষ্ট একটি সার্ভিস। সবচেয়ে বড় কথা হল, কলকাতা মেট্রো এ দেশের আদি মেট্রো নেটওয়ার্ক। কলকাতা মেট্রো সার্ভিস প্রতিদিনই একটু-একটু করে বদলে যাচ্ছে। এর রুট বর্ধিত হচ্ছে। এবং এটাই দেশের একমাত্র মেট্রো যেটি সরাসরি রেল মন্ত্রকের অধীনে। ১৯৮৪ সালে এর যাত্রা শুরু। এর চারটি ভাগ-- ব্লু লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ১ ও ২
এবং পার্পল লাইন।
1/6
আন্ডার রিভার মেট্রো
2/6
অশ্বিনীকে রচনা
photos
TRENDING NOW
3/6
প্রাথমিক অনুসন্ধান শুরু
4/6
ব্যান্ডেল জংশনে
5/6
বরানগর-ব্যারাকপুর-বারাসত-তেঘরিয়া
তবে শুধু হাওড়া-চুঁচুড়াই নয়, নতুন মেট্রো-রুটের পরিকল্পনায় রয়েছে নিউ ব্যারাকপুর-বারাসত (৭.৫ কিমি), বরানগর-ব্যারাকপুর (১২.৫ কিমি) রুটের ভাবনাও। বরানগর থেকে ব্যারাকপুর লাইনের ক্ষেত্রে মাটির নীচে জলের পাইপ থাকার সমস্যার কারণে কাজটি নিয়ে পরিকল্পনা থমকে আছে। এ ছাড়াও রয়েছে সল্ট লেক সেক্টর-ফাইভ থেকে তেঘরিয়া হলদিরাম (৬.৬৫ কিমি) রুটের পরিকল্পনা।
6/6
নতুন রেল, নতুন ভূমি
photos